সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
আজ শেষ হচ্ছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের সিরিজে এখন পর্যন্ত ১-১ সমতায় থাকায় শেষ ম্যাচটা হতে যাচ্ছে অলিখিত ফাইনাল। এরপর রয়েছে টি-টোয়েন্টি সিরিজ।
আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে উইন্ডিজ ক্রিকেট। দলে রাখা হয়েছে তিন অভিজ্ঞ ক্রিকেটার শেই হোপ, শিমরন হেটমায়ার ও ওশানে থমাসকে।
মূলত ২০২৪ বিশ্বকাপের কথা মাথায় রেখেই দলে বেশ কিছু পরীক্ষা চালাচ্ছে উইন্ডিজ ক্রিকেট। তাইতো নতুন আর পুরাতন ক্রিকেটারদের একটা কম্বিনেশন করতে চাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড।
গত মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে খেলা শামারহ ব্রুকস, রেমন রেইফার, ইয়ানিক কারিয়াহ ও শেল্ডন কটরেলকে বাদ দেয়া হয়েছে।
দলে ফেরা হেটমায়ার সবশেষ ম্যাচ খেলেছেন গত বছরের আগস্টে। হোপও ফিরেছেন এক বছরের বেশি সময় পর। তিনি সবশেষ ম্যাচ খেলেন ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে। এছাড়া ওশানে থমাস সবশেষ খেলেছেন ২০২১ সালের ডিসেম্বরে।
ভারতের বিপক্ষের টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো ক্যারিবিয়ান দ্বীপ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। আগামী ৩ আগস্ট অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচ, দ্বিতীয় ম্যাচ ৬ এবং তৃতীয় ম্যাচ ৮ আগস্ট অনুষ্ঠিত হবে। এরপর উভয় দল ফ্লোরিডায় যাবে। সেখানে ১২ ও ১৩ আগস্ট অনুষ্ঠিত হবে সিরিজের শেষ দুই ম্যাচ।
ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি স্কোয়াড: রোভম্যান পাওয়েল (অধিনায়ক), কাইল মায়ার্স (সহ-অধিনায়ক), জনসন চার্লস, রোস্টন চেজ, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, শেই হোপ, আকিল হোসেইন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, ওবেদ ম্যাককয়, নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড, ওডেন স্মিথ ও ওশানে থমাস।
এমআর/