সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বিশ্বকাপ শুরু হতে খুব বেশি সময় বাকি নেই। এক বছর আগে বিশ্বকাপের সূচী দেওয়ার কথা থাকলেও নানা নাটকীয়তার পর সেটি দেয়া হয়েছে ১০০ দিন আগে। নাটকীয়তা এখানেই শেষ নয়, এবার পরিবর্তন আনা হয়েছে ভারত-পাকিস্তান ম্যাচের সূচিতে।
অল-টাইম হাই-ভোল্টেজ খ্যাত ভারত-পাকিস্তান ম্যাচটি পুরনো সূচী অনুযায়ী আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবার কথা ছিল ১৫ অক্টোবর। তবে সেটি বদলে এগিয়ে আনা হয়েছে একদিন।
শুধু ভারত-পাকিস্তান ম্যাচ নয়, পরিবর্তন আনা হচ্ছে গোটা সূচিতেই। আজ সোমবার পরিবর্তিত সূচিও আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়ার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) থেকে।
পুরনো সূচিতে যেদিন (১৫ অক্টোবর) ভারত-পাকিস্তান ম্যাচ রয়েছে সেদিন দেশটিতে নবরাত্রি উৎসব পালন করা হবে। যা গুজরাট তথা আহমেদাবাদে খুব বড় করে আয়োজন করা হয়।
এই উৎসব পালন করতে সেখানকার মানুষ রাস্তায় বেরিয়ে আসে আতশবাজি ফোটায়। তাই এমন একটা উৎসবের দিনে ভারত-পাকিস্তানের ম্যাচটি আয়োজন করা হলে দুই দিকে নিরাপত্তা দেয়া কঠিন হয়ে পড়তে পারে।
মূলত এ কারণেই নিরাপত্তা বিভাগ ও আহমেদাবাদের পুলিশের পক্ষ থেকে সূচি পরিবর্তন করার অনুরোধ জানানো হয় বিসিসিআইকে। যা অত্যন্ত গুরুত্ব-সহকারে নিয়ে সূচিতে পরিবর্তন আনলো বিসিসিআই। তাই জরুরি সভা ডেকে দ্রুতই বদলে ফেলা ভারত-পাকিস্তানের মধ্যকার হাই-ভোল্টেজ ম্যাচের সূচী।
এমআর/