সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পিঠের চোটে ভুগতে থাকা জাসপ্রিত বুমরাহ ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নাও থাকতে পারেন বলে গত কয়েকদিন ধরে আলোচনা তুঙ্গে। সে আলোচনায় পানি ঢেলে বুমরাহকে রেখেই দল ঘোষণা করেছে টিম ইন্ডিয়া।
ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে খেলে চোটে পড়েছিলেন ভারতের আরেক পেসার মোহাম্মদ শামি। গোড়ালির চোটের কারণে প্রায় এক বছর মাঠের বাইরে ছিলেন। এরপর ঘরোয়া ক্রিকেটে আবার চোট পান তিনি। সব মিলিয়ে প্রায় ১৪ মাস পর দলে ফিরলেন শামি। আছেন হার্দিক পান্ডিয়াও। ওয়ানডেতে বুমরাহ, শামি ও পান্ডিয়া সবশেষ খেলেছিলেন বিশ্বকাপের ফাইনালে।
টেস্ট এবং ওয়ানডেতে বুমরাহ ও শামির পাশাপাশি পেস আক্রমণের নিয়মিত সদস্য মোহাম্মদ সিরাজ। ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তাকে নেয়নি। টি-টোয়েন্টির নিয়মিত মুখ আর্শদীপ সিংয়ের ওপর ভরসা রেখেছে অজিত আগারকারের নির্বাচক প্যানেল। হাত ঘুরাবেন হার্দিক পান্ডিয়াও। নেতৃত্ব রোহিত শর্মার কাঁধেই, তার ডেপুটি শুভমান গিল। ওয়ানডে খেলেননি, দলে এমন সদস্য একজন- যশস্বী জয়সওয়াল। ১৯টি টেস্ট ও ২৩ টি টি-২০ খেলেছেন তিনি।
ভারত স্পিন আক্রমণ সাজিয়েছে কুলদ্বীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, ও রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেলকে নিয়ে।
ভারত দল: রোহিত শর্মা (অধিনায়ক), জাসপ্রিত বুমরাহ, রিশাভ পন্ত, শুভমান গিল, ওয়াশিংটন সুন্দর, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদ্বীপ যাদব, আর্শদীপ সিং, মোহাম্মদ শামি ও রবীন্দ্র জাদেজা।
কে