সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
আগামী ২১ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসর। টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা ছিল ১৪ মার্চ, তবে সূচিতে পরিবর্তন এনেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, রোববার (১২ জানুয়ারি) রাতে বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আগামী মাসের ১৯ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ৯ মার্চ ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই আসরের। পূর্বনির্ধারণী সূচি অনুযায়ী চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার পাঁচ দিন পরেই আইপিএল শুরু হতো। তবে সেটা হলে কিছুটা তাড়াহুড়ো হয়ে যেতো বলে মনে হয়েছে টুর্নামেন্টের পরিচালনা পরিষদের। এ কারণেই আইপিএলের সূচিতে পরিবর্তন আনা হয়েছে, যাতে করে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার পর কিছুটা সময় পাওয়া যায়। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নদের মাঠেই মূলত পরবর্তী আসরের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়ে থাকে। সে অনুযায়ী গত আসরের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের মাঠ ইডেন গার্ডেনে হবে এবারের আসরের উদ্বোধনী ম্যাচ। দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনালও হওয়ার কথা রয়েছে এই মাঠে। কথা ছিল এবারের আসরে ম্যাচসংখ্যা বাড়ানো হবে, তবে এমন সিদ্ধান্ত থেকে সরে এসেছে আইপিএল পরিচালনা পরিষদ। গত তিন বছরের মতো এবারও ম্যাচ অনুষ্ঠিত হবে ৭৪টি। আইপিএল সংলিশ্লষ্ট সবার সঙ্গে (পৃষ্ঠপোষক, সম্প্রচারকারী প্রতিষ্ঠান ইত্যাদি) আলোচনা শেষে চলতি মাসের শেষ দিকে চূড়ান্ত সূচি ঘোষণা হতে পারে। সৌদি আরবের জেদ্দায় আইপিএলের মেগা নিলাম বসেছিল গত নভেম্বরে। ৬৩৯ কোটি ১৫ লাখ রুপিতে মোট ১৮২ খেলোয়াড় কিনেছে টুর্নামেন্টের ১০ ফ্র্যাঞ্চাইজি; ধরে রেখেছে ৪৬ খেলোয়াড়।
কে