সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গায়ে কালো আর হলুদে বাঘের পোশাকে দীর্ঘদিন মাঠে থাকছেন বাংলাদেশ ক্রিকেটের সমর্থক মোহাম্মদ রবি। এজন্য তার নাম দেওয়া হয়েছে ‘টাইগার রবি’। কানপুরে দ্বিতীয় টেস্টের সময় যথারীতি উপস্থিত ছিলেন টাইগার রবি। সেখানে ভারতীয় সমর্থকরা তাকে হেনস্তা করেছেন বলে অভিযাগ করেছেন। পাঁজরে আঘাত পেয়েছেন বলেও জানিয়েছেন।
কানপুর গ্রিন পার্ক স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা রবিকে হাসপাতালে পাঠানোর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কানপুর টেস্টের প্রথম দিন মধ্যাহ্ন বিরতির সময় বৃষ্টি নামতে শুরু করে। এ সময় টাইগার রবি গ্যালারির ভেতরের অংশে চলে যান। সেখানে কিছু স্থানীয় সমর্থকের সঙ্গে কথা কাটাকাটি থেকে হাতাহাতি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তাকে হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে ওই পুলিশ কর্মকর্তা বলেন, তার কোনো সমস্যা হয়েছে কি না সেটা চিকিৎসকেরা পরীক্ষা করে দেখবেন।
এর আগে চেন্নাই দুই দলের প্রথম টেস্টের সময়েও তাকে হেনস্তা করা হয়েছিল বলে অভিযোগ করেছিলেন বাংলাদেশ ক্রিকেট এই সমর্থক। তিনি বলেছিলেন, তাকে বাংলাদেশের পতাকা ওড়াতে দেওয়া হয়নি।
দিন তিনেক আগেই অবশ্য তার ওপর হামলার চক্রান্ত করা হচ্ছে, এমন দাবি করে ফেসবুকে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছিলেন তিনি। যেখানে উল্লেখ করেন, চেন্নাই টেস্টে স্টেডিয়ামের ভেতরে ঘটে যাওয়া ঘটনা বাইরে সাংবাদিকদের সামনে প্রকাশ করায় তার ওপরে হামলার চক্রান্ত করা হচ্ছে। যদিও ঠিক কাদের দ্বারা আক্রান্ত হওয়ার শঙ্কা তিনি করছিলেন কিংবা কানপুরে কারা তাকে আহত করেছে, তা এখনো প্রকাশ্যে আসেনি।
এফএইচ