সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান।
আগামী সোমবার (৯ সেপ্টেম্বর) ভারতের গ্রেটার নয়ডায় মাঠে নামবে দুই দল।
গত সপ্তাহে ২০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিল আফগানিস্তান। চূড়ান্ত দল থেকে বাদ পড়লেন নাইব। নাইব ছাড়াও প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন আরও তিনজন। বাদ পড়া অন্য তিনজন ফাস্ট বোলার হলেন- নাভিদ জাদরান, ইয়ামা আরাব ও ফরিদ উদ্দিন মালিক। এছাড়াও নয়ডায় অনুষ্ঠিতব্য এক টেস্টের দলে নেই রশিদ খান ও রহমানউল্লাহ গুরবাজ। রশিদ খান সাময়িক সময়ের জন্য টেস্ট থেকে বিরতি নিয়েছেন। তবে রহমানউল্লাহ গুরবাজের অনুপস্থিতির কারণ নির্দিষ্ট করে জানা যায়নি।
এদিকে, আফগানিস্তানের ১৬ সদস্যের দলে আছেন টেস্টের ক্যাপ না পাওয়া তিন ক্রিকেটার- রিয়াজ হাসান, শামস উর রহমান ও খলিল আহমেদ।
আফগানিস্তান দল
হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, আবদুল মালিক, রহমত শাহ, বাহির শাহ, ইকরাম আলী খিল (উইকেটরক্ষক), শহীদুল্লাহ কামাল, আফসার জাজাই, আজমতউল্লাহ ওমরজাই, জিয়া উর রহমান, শামস উর রহমান, কাইস আহমেদ, জহির খান, নিজাত মাসুদ ও খলিল আহমেদ।
অ