সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
আসন্ন নেশন্স লিগের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পর্তুগাল। আর এ দলে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
শুক্রবার (৮ নভেম্বর) দলটির কোচ রবার্তো মার্টিনেজ ২৬ সদস্যের এই স্কোয়াড ঘোষণা করেন।
দলে ক্রিস্টিয়ানো রোনালদোর জায়গা মিললেও ছিটকে গেছেন তারই সতীর্থ আল হিলালের ফুটবলার রুবেন নেভেস।
আগামী শুক্রবার (১৫ নভেম্বর) পোল্যান্ডের মুখোমুখি হবে পর্তুগাল। পরের ম্যাচে সোমবার (১৮ নভেম্বর) ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে পর্তুগিজরা।
পর্তুগাল স্কোয়াড:
গোলরক্ষ: দিয়েগো কোস্তা, রুই সিলভা, জোসে সা।
রক্ষণভাগ: দিয়েগো ডালট, জোয়াও কানসেলো, নেলসন সেমেডো, নুনো মেন্ডেস, নুনো তাভারেস, টমাস অরাউজো, থিয়াগো জালো, রেনাতো ভিগা, অ্যান্তোনিও সিলভা।
মিডফিল্ডার: ওতাভিও মোন্তেইরো, ম্যাথিউস নুনেস, পেড্রো, বের্নার্দো সিলভা, ব্রুনো ফের্নান্দেজ, জোয়াও ফেলিক্স।
ফরোয়ার্ড: ভিতিনহা, পেদ্রো নেতো, ফ্রান্সিসকো কনসিকাও, ফ্রান্সিসকো ট্রিনকাও, রাফায়েল লেয়াও, ক্রিস্টিয়ানো রোনালদো।
অ