সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
জাতীয় দলে তামিম ইকবাল বলতে গেলে অতীত হয়ে গেছেন। তবে হঠাৎ পটপরিবর্তনে নতুন করে আলোচনায় তামিম। ১২ বছরের বেশি সময় পর বিসিবির সভাপতির পদ থেকে সরে গেছেন নাজমুল হাসান পাপন। নতুন সভাপতি হয়ে আসা ফারুক আহমেদ প্রথম দিনেই জানিয়ে দিয়েছেন - তামিমকে আবারও মাঠে দেখতে চান তিনি।
আজ বুধবার (২১ আগস্ট) বিসিবির সভাপতির দায়িত্ব গ্রহণ করেই মিরপুরে বিসিবির কার্যালয়ে সংবাদমাধ্যমের সামনে হাজির হন ফারুক আহমেদ। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক সাংবাদিকদের সঙ্গে প্রথম সাক্ষাতেই তামিমের মাঠে ফেরা প্রসঙ্গে কথা বলেছেন।
ফারুক বলেন, ‘ওর খেলতে হলে কী করতে হবে, সেটা বোর্ডের সংশ্লিষ্ট বিভাগগুলো দেখবে।’
সেই সঙ্গে নিজের মতামত ও দিয়েছেন তিনি, ‘আমার ব্যক্তিগত মত, তামিম ইচ্ছা করলে আরও দুই–তিন বছর খেলতে পারে। আমি চাই সে অন্তত আরও দুই বছর ক্রিকেট খেলুক।’
তবে সে ক্ষেত্রে ওয়ানডে ক্রিকেট খেলাটাই তামিমের জন্য ভালো হবে বলে মন্তব্য করেন বিসিবির নতুন সভাপতি। তিনি বলেন, ‘আমার মনে হয়, ৫০ ওভারই ওর জন্য ভালো। দীর্ঘ পরিসরের ক্রিকেট খেলার চাপ এখন সে নিতে পারবে কি না, আমি জানি না। সেটা তামিমই ভালো বলতে পারবে।’
তবে পুরো ব্যাপারটা তামিমের হাতেই ছেড়ে দিচ্ছেন তিনি। তিনি বলেন, ‘তামিম কী চিন্তা করছে, সেটা গুরুত্বপূর্ণ। আগে তার সাথে কথা বলা দরকার।’
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচের পর আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি তামিম ইকবালকে।
অ