সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বাংলাদেশে হওয়ার কথা ছিল আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পরিস্থিতি আসরটির আয়োজন শঙ্কায় ফেলে দেয়। যদিও বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার আশাবাদী ছিল আয়োজন নিয়ে, তবে শেষ পর্যন্ত তা আর সম্ভব হচ্ছে না। আইসিসি বিশ্বকাপ সরিয়ে নিয়েছে বাংলাদেশ থেকে। সেটি আয়োজিত হবে সংযুক্ত আরব আমিরাতে।
মঙ্গলবার (২০ আগস্ট) আইসিসির এক ভার্চুয়াল মিটিংয়ে এমন সিদ্ধান্ত হয় বলে জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। রাজনৈতিক অস্থিরতার কারণে নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় নিয়ে এমন সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।
আয়োজক হিসেবে বেছে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতকে। আগামী ৩ থেকে ২০ অক্টোবর নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে টুর্নামেন্টটি বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়ার কথা উঠলে আজ (২০ আগস্ট) পর্যন্ত সময় চেয়েছিল বিসিবি। সেই সময় শেষ হওয়ার দিনে সভায় বসে এমন সিদ্ধান্ত নিলো আইসিসি। তবে এর আগে বাংলাদেশেই নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বলে আশ্বাস দিয়ে যাচ্ছিল বিসিবি।
এদিকে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। নতুন সরকার ক্ষমতায় আসার পরও পরিস্থিতি শান্ত হয়নি। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড মিটিংয়ে উদ্বেগ প্রকাশ করা হয় যে, এমন একটি পরিস্থিতিতে বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন করা সম্ভবত সঠিক সিদ্ধান্ত হবে না।
এর আগে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটার অ্যালিসা হিলি বাংলাদেশে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে আপত্তি জানিয়ে বলেছিলেন, ‘এই মুহূর্তে সেখানে (বাংলাদেশে) খেলাটা আমার কাছে মনে হয় কঠিন হবে। একজন মানুষ হিসেবে আমার মনে হয় এটা ভুল হতে পারে। যেসব মানুষ মারা যাচ্ছে, তাদের সহায়তায় এখন সবাইকে প্রয়োজন। বাংলাদেশে একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের চেয়ে বড় ব্যাপার ঘটছে নিশ্চিতভাবে। তবে এটি আইসিসির ওপর ছেড়ে দেবো আমি।’
অ