সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার জেরে পাকিস্তান ক্রিকেটকে নতুন রুপে সাজানোর ইচ্ছা পোষণ করেছিলেন পিসিবি'র চেয়ারম্যান মহসিন নাকভি। তারই অংশ হিসেবে দেশটির কিংবদন্তি খেলোয়াড় ও সাবেক হেড কোচ ওয়াকার ইউনিসকে পুনরায় পাকিস্তানের ক্রিকেটের সঙ্গে যুক্ত করলেন তিনি। ক্রিকবাজ বলছে, নতুন পরিচয়ে বাবরদের পরামর্শকের দায়িত্ব সামলাবেন টেস্ট ও ওয়ানডেতে ৭৮৯ উইকেটের মালিক।
তবে পাকিস্তানের গনমাধ্যমগুলো বলছে, দেশটির ক্রিকেট বোর্ডের ক্রিকেটীয় বিষয়গুলো দেখভালের দায়িত্বও দেয়া হতে পারে ওয়াকারকে। এনিয়ে আছে নানা ব্যাখ্যা। এরইমধ্যে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ তাদের একটি প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তান ক্রিকেটের অ্যাডভাইজার বা পরামর্শক হিসেবেও দেখা যেতে পারে ওয়াকাকে।
অপরদিকে ভারতের সংবাদমাধ্যম জানাচ্ছে, পাকিস্তানের ডিরেক্টর অব ক্রিকেট পদেও দেখা যেতে পারে ইউনিসকে। তাই বলা যেতে পারে, তিনি যে পদেই যোগ দেন না কেন তাকে এবার সরাসরি দেশটির ক্রিকেট বোর্ডের সঙ্গে কাজ করতে দেখা যাবে। আনুষ্ঠানিকভাবে তাকে এখনও নিয়োগ দেয়া হয়নি। নিয়োগ পেলেই তার পদের বিষয়টি খোলাসা করবে বলে দাবি করেছে কিছু সংবাদমাধ্যম।
পাকিস্তান ক্রিকেটের ২০১৪ সালের সংবিধান বলছে, প্রেসিডেন্ট চাইলে নিজের দায়িত্ব অন্য যে কারো সঙ্গে ভাগাভাগি করতে পারবেন। সেই বিবেচনাতেই হয়তো দেশটির ক্রিকেটের বেশ কিছু দায়িত্ব ওয়াকার ইউনিসের কাঁধে দিতে চান নাকভি। এই প্রসঙ্গে পিসিবির একটি সূত্রের বরাতে জানা যায়, ক্রিকেট অব ডিরেক্টর হিসেবে দেশটির পছন্দ ওয়াকার ইউনিসকে। তাই পাকিস্তানের পুরুষ দলের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও কড়া নজর রাখবেন তিনি। এছাড়া দলের দুই কোচ গ্যারি কারস্টেন এবং জেসন গিলেস্পিসহ নির্বাচকদের সঙ্গেও কাজ করবেন কিংবদন্তি এই ফাস্ট বোলার। নাকভি পাকিস্তান দলকে প্রশাসনিক ব্যক্তিদের কাছ থেকে দূরে রাখতে বড্ড পরিকর। এছাড়া জাতীয় দলের সঙ্গে সম্পর্কিত সব বিষয়ের দায়িত্বে থাকবেন ওয়াকার ইউনিস। পাকিস্তানের ক্রিকেটের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে অভিজ্ঞ ক্রিকেটারদের যুক্ত করতে চান মহসিন নাকভি।
এর আগে তিনদফায় বোলিং কোচ এবং দুই দফায় হেডকোচের দায়িত্ব পালন করা ওয়াকারকে আগামী মাসের শুরুতেই তার হাতে নতুন এই দায়িত্ব তুলে দিবে দেশটির ক্রিকেট বোর্ড।
কে