সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের দুই বারের সাবেক এমপি ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মো. লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে জেলা শহরের স্থানীয় শহীদ মিনারে জেলা বিএনপি এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
দুপুর দুইটা থেকে শুরু হওয়া প্রায় দুই ঘণ্টাব্যাপী কর্মসূচিতে বেলা ১১টা থেকে লুৎফুজ্জামানের নির্বাচনি এলাকা মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরি উপজেলা ছাড়াও জেলার প্রায় সব উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে দলীয় নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন। এতে করে সমাবেশস্থল ছাড়িয়ে শহরের প্রধান সড়কে হাজার হাজার নেতা-কর্মী বিক্ষোভ করেন। এ সময় পুরো শহরে যান চলাচলে স্থবিরতা দেখা দেয়।
জেলা বিএনপির আহ্বায়ক চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকের সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত ও এস এম মনিরুজ্জামান দুদুর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে কারাবন্দি ভাটি বাংলার এই নেতার দ্রুত মুক্তির দাবি জানিয়ে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য ড. মো. রফিকুল ইসলাম হিলালী।
বক্তারা বলেন, লুৎফুজ্জামান বাবর বিএনপি সরকারের আমলে সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। ওই সময় তিনি নির্বাচনি এলাকা ছাড়াও নিজ জেলায় বহু মানুষকে চাকরিসহ বিভিন্নভাবে সহযোগিতা করায় জননন্দিত নেতা হিসেবে পরিচিত হন। তাকে গ্রেনেড হামলা ও ১০ ট্রাক অস্ত্রসহ বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে ১৭ বছর ধরে কারাগারে রাখা হয়েছে। বেশ কয়েকটি মামলার রায়ে তাকে বিভিন্ন মেয়াদে সাজাও দেওয়া হয়েছে। অবশ্য এর মধ্যে আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা ও মামলাসহ বেশ কিছু মামলা থেকে তাকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। আর যেসব মামলা বিচারাধীন রয়েছে তা থেকে অবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানান বক্তারা।
আরএ