সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
আগেরদিনই কোচ টাটা মার্টিনোর বক্তব্যে বিষয়টি পরিষ্কার করেছিলেন যে, লিওনেল মেসি খেলতে পারবেন না। ফলে মেসিকে ছাড়াই লিগস কাপে পুয়েব্লার বিপক্ষে খেলতে নামে ইন্টার মায়ামি। আর এ ম্যাচে জয়ও তুলে নিয়েছে তারা।
লুইস সুয়ারেজ ও ম্যাতিয়াস রোজার গোলে পুয়েব্লার বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে ইন্টার মায়ামি।
কোপা আমেরিকার ফাইনালে ইনজুরিতে পড়েন মেসি। তার অ্যাঙ্কেল ইনজুরি এতটাই গুরুতর ছিল যে, ঠিক মতো হাঁটাচলা করতেই সমস্যা হচ্ছিল। এমন অবস্থায় নিজ বাড়িতে ফিজিওকে সঙ্গে নিয়েই ইনডোর অনুশীলন করছেন বিশ্বকাপ জয়ী তারকা। তাই তিনি পুয়েব্লার বিপক্ষে খেলতে পারেননি।
মেসিকে ছাড়া ম্যাচে ৯ মিনিটেই প্রথম গোল আদায় করে নেয় ইন্টার মায়ামি। রবার্ট টেইলরের অ্যাসিস্ট থেকে এ সময় গোল করেন রোজা। তারা দ্বিতীয় গোলটি পায় দ্বিতীয়ার্ধে। লুইস সুয়ারেজের এ গোলে অ্যাসিস্ট করেন জর্দি আলবা।
কে