সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
জিম্বাবুয়ের উইকেটরক্ষক ক্লাইভ মাদান্দে। টেস্ট ক্রিকেটের ৯০ বছরের পুরনো একটি রেকর্ড ভেঙেছেন তিনি। রেকর্ডটি অবশ্য গৌরবের নয়, বরং লজ্জার। উইকেটরক্ষক হিসেবে এক ইনিংসে সর্বোচ্চ বাই রান দেয়ার রেকর্ডটি নিজের করে নিয়েছেন এই তরুণ ক্রিকেটার।
আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান টেস্টের প্রথম ইনিংসে লজ্জার রেকর্ডটি গড়েন মাদান্দে। এই ইনিংসে ৪২টি বাই রান দিয়েছেন তিনি। আর তাতে ভেঙেছেন ইংল্যান্ডের উইকেটরক্ষক লেস অ্যামেসের রেকর্ড। ১৯৩৪ সালে ওভাল টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৭টি বাই রান দিয়েছিলেন এই ইংলিশ উইকেটরক্ষক। আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে ইতোমধ্যেই প্রমাণ করেছেন মাদান্দে। ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে নিয়মিত জিম্বাবুয়ের উইকেটরক্ষক তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে এই টেস্ট দিয়ে পা রাখলেন টেস্ট ক্রিকেটে। তবে অভিষেকটা ভালো কাটছে না তরুণ ক্রিকেটারের। ভুলে যাওয়ার মতো একটি রেকর্ড গড়ার আগে জিম্বাবুয়ের প্রথম ইনিংসে গোল্ডেন ডাক মেরেছেন তিনি। মাদান্দের এই লজ্জার রেকর্ডে অবশ্য তার চেয়ে দলের বোলারদের অবদানই বেশি। জিম্বাবুয়ের বোলাররা বেশ কিছু বল করেছেন লেগ সাইডের অনেক বাইরে। অনেক ক্ষেত্রেই সেসব বল মাদান্দের নাগালের বাইরে গিয়ে সীমানা পাড়ি দিয়েছে। এদিকে, ডান্ডি টেস্টের প্রথম ইনিংস শেষে এগিয়ে আছে আয়ারল্যান্ড। প্রথম ইনিংসের জিম্বাবুয়ের ২১০ রানের জবাবে আয়ারল্যান্ড করেছে ২৫০ রান। পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করার পর দ্বিতীয় দিন শেষে বিনা উইকেটে ১২ রান করেছে জিম্বাবুয়ে।
কে