সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চট্টগ্রামে টানা তিন ম্যাচে হেরে যাওয়া জিম্বাবুয়ের জন্য সিরিজের শেষ দুটো ম্যাচ এখন শুধুই আনুষ্ঠানিকতা।
শুক্রবার (১০ মে) মিরপুরে চতুর্থ টি-টোয়েন্টিতে সান্ত্বনার জয় পেতে প্রাণপণ লড়াই করে সফরকারী দল। তবে সাকিব আল হাসানের বোলিং নৈপুণ্যে ৫ রানের রুদ্ধশ্বাস জয় পেয়েছে টাইগাররা। ফলে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকেরা।
ম্যাচের শেষ ওভারে জিম্বাবুয়ের দরকার ১৪ রান, হাতে তখনও ২ উইকেট। ওভারের প্রথম বলে সাকিবকে তুলে মারতে যান ওয়েলিংটন মাসাকাদজা। লংঅফে সহজ ক্যাচ হাতছাড়া করেছেন তানজিদ হাসান তামিম।
এই ওভারের তৃতীয় বলে ব্লেসিং মুজারাবানি ছক্কা মারেন লং অনের ওপর দিয়ে। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে মাথা খাটিয়ে উইকেট তুলে নেন সাকিব।
চতুর্থ বলটা করেন ওয়াইড লাইনে। মুজারাবানি এগিয়ে খেলতে যান। উইকেটরক্ষক জাকের আলী অনিক সহজেই তা স্টাম্পিং করেন। পরের বলে রিচার্ড এনগারাভা ক্রস ব্যাটে খেলতে গেলে বোল্ড হয়ে যান। ১৯.৪ ওভারে ১৩৮ রানে অলআউট হয়ে যায়। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রায় ১০ মাস পর খেলতে নেমে ৪ উইকেট নিলেন সাকিব। রানের খাতা খোলার আগেই জিম্বাবুয়ের উদ্বোধনী জুটি ভেঙে যায়। ইনিংসের চতুর্থ বলে তাসকিনকে পুল করতে যান ব্রায়ান বেনেট। টাইমিংয়ে গড়বড় হওয়া বল মিড অনে ডাইভ দিয়ে ধরেন সাকিব। প্রথম ওভার জিম্বাবুয়ে শেষ করে ১ উইকেটে ৪ রানে।
ইনিংসের দ্বিতীয় ও তৃতীয়—পরপর দুই ওভার বোলিং করেন দুই সাকিব। দুজনেই ছিলেন খরুচে। দ্বিতীয় ওভারে তানজিম সাকিব খরচ করেন ১৪ রান। সাকিব তৃতীয় ওভারে দেন ৮ রান। তবে আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকা সিকান্দার রাজা ইনিংস বড় করতে পারেননি। চতুর্থ ওভারের পঞ্চম বলে রাজাকে অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করেন তাসকিন। ১০ বলে ৪ চারে ১৭ রান করেন রাজা।
চতুর্থ টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। তানজিদ তামিম ও সৌম্য সরকার ৬৮ বলে ১০১ রানের উদ্বোধনী জুটি গড়েন। শতরানের জুটি ভাঙার পরই ধস নামে বাংলাদেশের ইনিংসে। ১৯.৫ ওভারে ১৪৩ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকেরা। ইনিংস সর্বোচ্চ ৫২ রান করেন তানজিদ তামিম। ৩৭ বলের ইনিংসে ৭ চার ও ১ ছক্কা মেরেছেন তিনি।
ডিপি/