সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
তামিম ইকবালসহ জাতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের পরামর্শে গত বছর বিশ্বকাপের ঠিক আগে ফের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় চন্ডিকা হাথুরুসিংহেকে।
গুঞ্জন রয়েছে জাতীয় দলের কোচ হয়ে দেশসেরা ওপেনার তামিমকে বিশ্বকাপের দল থেকে বাদ দিতে কলকাঠি নাড়েন হাথুরুসিংহে। চলতি মাসের ১ তারিখ কুমিল্লাকে হারিয়ে বিপিএলে প্রথম চ্যাম্পিয়ন হয় তামিম ইকবালের নেতৃত্বাধীন ফরচুন বরিশালে। বরিশালকে চ্যাম্পিয়ন করে জাতীয় দলে ফেরা প্রসঙ্গে তামিম সেদিন বলেছিলেন, ‘আমাকে ফিরতে হলে অনেক কিছু ঠিক হতে হবে।’ তখনই বোঝা গিয়েছিল, তামিমের কিছু শর্ত ও চাওয়া আছে।
সে চাওয়া নিয়ে আছে নানা গুঞ্জন। অনেকেরই ধারণা, তামিম জাতীয় দলে ফিরতে এক কঠিন শর্ত জুড়ে দিয়েছেন। আর তা হলো, তার ওয়ানডে বিশ্বকাপ দলে না থাকার নেপথ্য রূপকার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে বাদ দেওয়া। হাথুরু জাতীয় দলের সঙ্গে না থাকলেই আবার ফিরবেন, জোর গুঞ্জন-তামিম এমন শর্তই জুড়ে দিয়েছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের মনোনীত প্রতিনিধি হয়ে তামিম ইকবালের সাথে শেষ দফা কথা বলেছেন বিসিবির দুই সিনিয়র পরিচালক এনায়েত হোসেন সিরাজ ও জালাল ইউনুস। আরআই