সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নতুন বছরে প্রথম গোল করে আল নাসেরকে জয় এনে দিলো ক্রিশ্চিয়ানো রোনালদো। তার একমাত্র গোলে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে আল ফায়হাকে হারালো তার দল আল নাসর। ম্যাচ শেষে ১-০ গোলে প্রতিপক্ষকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের দিকে এক ধাপ এগিয়ে গেলো আল নাসর।
গতকাল বুধবার ঘরের মাঠে ম্যাচের প্রথমার্ধে বেশ কিছু আক্রমণ চালায় আল নাসর। কিন্তু শুরুতে কোনো গোল পাননি তারা। পর্তুগিজ তারকার কয়েকটি শট রুখে দেন আল ফায়হার গোলরক্ষক ভ্লাদিমির স্টোজভিক।
দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে রোনালদোর একটি দুর্দান্ত হেডও রুখে দেন সার্বিয়ান এই গোলরক্ষক। এছাড়া আল নাসর তারকা এন্ডারসন তালিস্কার শটও ফিরিয়ে দেন এই তুখোড় গোলরক্ষক।
অবশেষে ম্যাচের ৮১ মিনিটে গোল পায় আল নাসর। সেটাও আবার রোনালদোর পা থেকেই। মার্সেলো ব্রোজোভিকের অ্যাসিস্ট থেকে ডান পায়ের দারুণ শটে গোল করেন এই কিংবন্তী তারকা।
কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে আগামী বুধবার রিয়াদে দ্বিতীয় লেগে মাঠে নামবে রোনালদোর আল নাসর।
আরআই