সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বিপিএলের শেষ ম্যাচে তান্ডব দেখালেন প্রোটিয়া তাড়কা ইমরান তাহির। রংপুর রাইডার্স এর হয়ে এবারের আসরে শুধু দুই ম্যাচ খেলবেন তিনি। এরপরেই যুক্ত হবেন পাকিস্তান প্রিমিয়ার লিগ (পিএসএল) আসরে। শেষ ম্যাচটি খেললেন গতকাল চট্টগ্রামে যহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। তার আসরের শেষ ম্যাচে বোলিং তান্ডব দেখিয়ে একাই ৫উইকেট ফেলে দিয়ে ম্যাচ সেরার পুরস্কারটিও হাতিয়ে নিলেন তাহির।
তার এই পারফরমেন্স এর মাধ্যমে দারুণ এক মাইলফলকে পৌঁছালেন তাহির। তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৫০০তম উইকেট শিকার করেন গত ম্যাচে। তার ৫ উইকেট সংগ্রহ তাকে নিয়ে দাঁড় করিয়েছে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৫০২ উইকেটে।
শুরুতে খুলনার বিপক্ষে খেলতেই চাননি ইমরান তাহির। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে নিজের আঙুল দেখিয়ে ইমরান তাহির জানালেন, খেলতেই চাননি তিনি।
ইমরান তাহির ভলেন, ‘দেখুন, আমার মনে হয় না বয়স একটা বাধা। আমি এটা আসলে আজ খেলতে চাচ্ছিলাম না; কিন্তু আমি ভাঙা আঙুল নিয়ে খেলেছি। এটা আসলে দেখায় আমার খেলাটার প্রতি কতটা সম্মান আছে।’
ইমরান তাহিরের বয়স প্রায় ৪৫। কিন্তু তার খেলার পারফমেন্স দেখে তা বুঝার কোন উপায় নেই। ক্যারিয়ারের শেষ বয়সেও তার পালা তরুন খেলোয়ারদের থেকে কোন অংশে কম নয়।
আরআই