দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৮১ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। পাতুম নিশাঙ্কা একাই অপরাজিত ২১০ রান করেন। জবাবে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৩৯ রানে শেষ হয় আফগানিস্তানের ইনিংস। ম্যাচে ৪২ রানের জয় পায় স্বাগতিক শ্রীলঙ্কা।
এ দিন প্রথম ইনিংসে কোনো পাত্তাই পায়নি আফগানিস্তানের বোলাররা। শুরু থেকেই তাদের ওপর চড়াও হন দুই ওপেনার নিশাঙ্কা ও আভিষ্কা ফার্নান্দো। ২৬ ওভারে তারা দলকে এনে দেন ১৮২ রান। ২৭তম ওভারে গিয়ে ৮৮ রানের ইনিংস খেলে ফরিদ আহমেদের শিকার হন আভিষ্কা। ৮৮ বলে ৮ চার ও ৩ ছক্কায় সাজানো ছিল তার ইনিংস। তখন ৭২ বলে ৮৭ রানে অপরাজিত ছিলেন নিশাঙ্কা। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে প্রথম লঙ্কান ক্রিকেটার হিাসেবে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। পাল্লেকেলেতে ১৩৯ বলে ২১০ রানের মহাকাব্যিক ইনিংস খেলেন তিনি। ওয়ানডে ইতিহাসের ১২তম ডাবল সেঞ্চুরি করে "ম্যান অব দ্যা ম্যাচ" নিশাঙ্কা। জবাব দিতে নেমে আফগানিস্তানও হাঁকায় দুই সেঞ্চুরি। তবে জয় হয় নিশাঙ্কার রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরির।
আরআই