সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের শুরুটা হয়েছিল দারুণ এক চার দিয়ে। দিনের প্রথম বলে অ্যাডেয়ারকে এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে চার হাঁকিয়ে শুরু করলেও খানিক পরেই হতাশ করেন মুমিনুল হক।
গতকাল শেষ সেশনে ব্যাট করতে নেমে ১২ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন মুমিনুল। আজ যোগ করতে পেরেছেন কেবল ৫ রান। দিনের তৃতীয় ওভারে অ্যাডেয়ারের করা লেগ স্ট্যাম্পের বল খেলতে গিয়ে বোল্ড হয়ে ফিরেন সাজঘরে।
আগের দিন মাত্র ১০ ওভার ব্যাট করতেই হারায় ২টি উইকেট। নাজমুল হোসেন শান্ত বোল্ড হন প্রথম বলেই। এরপর তামিম ইকবাল আর মুমিনুল হক মিলে দিন শেষ করার দ্বারপ্রান্তে থাকলেও এন্ডি ম্যাকব্রিনের করা দিনের শেষ বলটাই কাল হয়ে দাঁড়ায়।
ম্যাকব্রিনের লাফিয়ে ওঠা বল ডিফেন্ড করতে গেলে ব্যাটে কানায় লেগে বল চলে যায় মার্ক অ্যাডায়ারের বলে।
সাদা পোশাকের অচেনা আইরিশদের বিপক্ষে টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। বুধবার মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে সফরকারীরা। ৭৭ ওভার ২ বলে অল-আউট হলেও ২১৪ রান তুলতে পারে আয়ারল্যান্ড। বাংলাদেশের পক্ষে তাইজুল ইসলাম নেন ৫ উইকেট।