সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও বাগড়া দিয়েছিল বৃষ্টি। বাংলাদেশ আগে ব্যাট করলেও শেষ করতে পারেনি ইনিংস। কার্টেল ওভারের ম্যাচে শেষ পর্যন্ত আইরশরা হেরে যায়।
আজ দ্বিতীয় ম্যাচে টসের পরপরই নামল বৃষ্টি। ঝড়ো বাতাসের সঙ্গে বৃষ্টি শুরু হওয়ায় খেলা শুরু হতেও বিলম্ব হচ্ছে।
প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও টসে হেরেছে বাংলাদেশ। আইরিশ অধিনায়ক টস জিতে সিদ্ধান্ত নিয়েছেন আগে বোলিং করার। বৃষ্টি শেষে খেলা শুরু হলে কত ওভার কাঁটা যাবে এ নিয়ে এখনও কিছু জানানো হয়নি।
দ্বিতীয় ম্যাচ অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামার কথা জানিয়েছেন সাকিব আল হাসান। অপরদিকে আয়ারল্যান্ড নেমেছে এক পরিবর্তন নিয়ে। ক্রেইগ ইয়াং এর পরিবর্তে একাদশে অলরাউন্ডার ফিয়ন হ্যান্ড।
আজ জিতলে টানা পাঁচ টি-টোয়েন্টি ম্যাচের রেকর্ড করবে বাংলাদেশ। অন্যদিকে সিরিজ হারের শঙ্কায় আইরিশরা।
আয়ারল্যান্ড: মার্ক অ্যাডেয়ার, রস অ্যাডেয়ার, কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হুম, পল স্টার্লিং (অধিনায়ক), হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট, ক্রেইগ ইয়াং।
বাংলাদেশ: সাকিব আল হাসান (অধিনায়ক), রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাশ, শামীম হোসেন পাটোয়ারী, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।