সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
আনুষ্ঠানিক ভাবে শুরু হয়ে গেল বিশ্বকাপের উন্মাদনা। বুধবার দুপুরে দশ দলের অধিনায়কদের উপস্থিতিতে ‘ক্যাপ্টেন্স মিট’ অনুষ্ঠিত হয়েছে। যেখানে অংশ নেওয়া দলগুলোর অধিনায়করা জানিয়েছেন তাদের বিশ্বকাপ ভাবনা। নিজের ভাবনার কথা তুলে ধরেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
গত ২০১৯ বিশ্বকাপে সম্ভাব্য সেরা দল নিয়ে গেলেও বাজে ভাবে বিশ্বকাপ শেষ করে বাংলাদেশ। এবার বিশ্বকাপের মিশন শুরু আগে সাকিব আল হাসান জানালেন, সব প্রস্তুতি নিয়েই বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ।
ক্যাপ্টেন্স মিট অনুষ্ঠানে সাকিব বলেন, ‘আমার মনে হয় আমরা ভালোভাবে প্রস্তুত। আমরা যদি ২০১৯ বিশ্বকাপের পর থেকে সবশেষ চার বছরের কথা বলি খুব সম্ভবত আমরা বাছাই পর্বের (ওয়ানডে সুপার লিগ) পয়েন্ট সিস্টেমে তৃতীয় বা চতুর্থ ছিলাম। দল হিসেবে আমরা বেশ ভালো করেছি। এখন আমাদের সময় এসেছে বিশ্বকাপে ভালো কিছু করে দেখানো। আমার মনে হয় আমাদের দল প্রস্তুত এবং আমরা আগে যা করেছি দেশের মানুষ তার চেয়ে বেশি কিছু প্রত্যাশা করছে।
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কদিন আগে দেশিয় একিটি টেলিভিশনে জানিয়েছিলেন, এই বিশ্বকাপটা উপভোগ করতে চান। এজন্য তিনি অধিনায়কত্ব নিতে চাননি।
তবে ক্যাপ্টেন্স মিটে অধিনায়কত্ব বাড়তি প্রেশারে ফেলবে কী না এ নিয়ে প্রশ্ন করা হলে সাকিব বলেন, ‘না (চাপ আছে কিনা), একেবারেই না। আমার মনে হয় ভালো করতে এটা আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে। ব্যক্তিগতভাবে আমি কখনই পরিসংখ্যান দেখিনি। আমি সবসময় দলের জন্য অবদান রেখেছি। আমার কাছে দলই আগে। পুরো ক্যারিয়ারে এটাই আমার নীতি।’
আগামী ৭ অক্টোবর ধরমশালায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। তার আগে দুটি প্রস্তুতি ম্যাচের একটিতে শ্রীলঙ্কাকে হারায়, অন্যটিতে ইংল্যান্ডের কাছে হারলেও প্রস্তুতি সেরে দারুণভাবে।
এমআর/