সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বৃহস্পতিবার পর্দা উঠতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের। ঘরের মাঠে বিশ্বকাপ, ভারতীয়দের আশা আকাশচুম্বী। ২০১১ সালে দেশের মাটিতে বিশ্বকাপ জেতা ভারত এবারও সেই সুযোগ পেয়েছে।
তাই তো দেশটির সমর্থকদের যুদ্ধ একটা টিকিটের জন্য। আগামী ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে ভারত। এই ম্যাচের সব টিকিট আগেই শেষ।
তার আগে দলের অন্যতম বিরাট কোহলি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন, 'বিশ্বকাপ শুরু হতে চলেছে। আমার সব বন্ধুদের কাছে অনুরোধ, বিশ্বকাপের সময় টিকিট চেয়ে লজ্জা দেবে না। বাড়িতে বসে খেলার আনন্দ উপভোগ করো।'
বিরাটের পোস্ট শেয়ার করে স্ত্রী আনুষ্কা শর্মা লিখেছেন, তার কাছেও যেন কেউ টিকিটের অনুরোধ না করে।
ক্রিকেটারদের বন্ধুবান্ধব থেকে আত্মীয়-স্বজনরা টিকিট চাইতেই পারেন আপনজনের থেকে। তবে এই সময়টায় মনঃসংযোগে যাতে বিঘ্ন না ঘটে যে জন্যই হয়তো বিরাট কোহলির এমন অনুরোধ বন্ধুদের কাছে।
এমআর/