সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মালয়েশিয়ায় এএফসি কাপ ফুটবল খেলে দেশে ফেরার পর বসুন্ধরা কিংসের ৫ ফুটবলারের ব্যাগে পাওয়া গেছে ৬৪ বোতল মদ। মালদ্বীপের মালেতে গত ১৯ সেপ্টেম্বর মাজিয়া স্পোর্টস ক্লাবের বিপক্ষে ৩-১ গোলে হেরেছিল বসুন্ধরা কিংস।
এরপর ঢাকায় ফিরে বিমানবন্দরে ৬৪ বোতল মদসহ কাস্টমসের হাতে ধরা পড়েন দেশের পাঁচ তারকা ফুটবলার তপু বর্মন, আনিসুর রহমান জিকো, তৌহিদুল আলম সবুজ, শেখ মোরসালিন ও রিমন হোসেন। একটি সূত্র জানিয়েছে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই পাঁচজন ফুটবলারকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বসুন্ধরা কিংস ক্লাব।
এমন ঘটণার পর অভিযুক্ত পাঁচ ফুটবলারকে সাময়িক বহিষ্কার করেছে বসুন্ধরা কিংস। তবে অভিযুক্ত ফুটবলাররা ছাড়াই বসুন্ধরা কিংস সোমবার এএফসি কাপ ফুটবলের দ্বিতীয় ম্যাচ খেলেছে। এই ম্যাচে কিংসরা নিজেদের ঘরের মাঠে জয় পেয়েছে ভারতের ক্লাবের বিপক্ষে।
বিষয়টি নিয়ে ক্লাবের সভাপতি ইমরুল হাসান বলেন, ‘অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছি। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে। ওরা জাতীয় দলের খেলোয়াড়, আমরা অধিকতর তদন্ত করার উদ্যোগ নিয়েছি। বিষয়টি তদন্ত করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আমাদের ক্লাব থেকেই তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘পাঁচজনকেই ক্যাম্প থেকে বের করে দেওয়া হয়েছে। তদন্তের প্রয়োজনে অভিযুক্ত ফুটবলারদের ডাকা হতে পারে।’
জানা যায় এই পাঁচ ফুটবলার মদের বড় চালান নিয়ে এসেছিলেন। তাদের কাছে ছিল প্রায় শতাধিক মদের বোতল। কাস্টমস কর্তৃপক্ষ সন্দেহ করলে ফুটবলাররা মদের বোতলের ছিপি খুলে টয়লেটে ফেলে দিয়েছেন বলে জানান দলের সঙ্গে থাকা অন্য এক ফুটবলার।
মদ পাওয়ার পর আলাদা করে অভিযুক্ত ফুটবলারদের তল্লাশী করেন। তবে জাতীয় দলের খেলোয়াড় পরিচয় দেওয়ার কারণে কাস্টমস কর্তৃপক্ষ তাত্ক্ষণিকভাবে তাদের ছেড়ে দেয়।
এমআর/