সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
দুই দলের শেষ প্রস্তুতি ম্যাচ বিশ্বকাপের মূল মিশন শুরুর আগে। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। এই ম্যাচে পাকিস্তানকে নেতৃত্ব দিচ্ছেন অল-রাউন্ডার শাদাব খান।
পাকিস্তান নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৪৫ রান করেও হেরে যায়। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে বোলিং করার আমন্ত্রণ পেয়ে শাদাব খান বলেছেন, "সে (বাবর) ঠিক আছে কিন্তু ও বিশ্রাম চেয়েছেন। বাবর এবং রিজওয়ান বিশ্রাম নিচ্ছেন কিন্তু আমি অধিনায়ক এবং বাবরকে কঠোর পরিশ্রম করতে বাধ্য করব (হাসি)। আমরা শেষ ম্যাচে হেরেছি কিন্তু আজ জিততে চাই, জেতা আমাদের একটি অভ্যাস।"
ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে প্যাট কামিন্স বলেন, "ভালো উইকেট মনে হচ্ছে। আমাদের কয়েকজন ব্যাটারের কিছু ভালো সময় কাটানোর ভালো সুযোগ। ৫০ ওভার থাকলে বোলাররা মাত্র ১০ ওভার বল করতে পারে, কিছু চ্যালেঞ্জ নিয়ে আসে।"
নিউজিল্যান্ডের বিপক্ষে না খেললেও এই ম্যাচে খেলছেন পাকিস্তানের সেরা পেসার শাহীন শাহ আফ্রিদি। তবে যাকে ইচ্ছা টাকে খেলানো যাবে।
পাকিস্তান : আবদুল্লাহ শফিক, ইমাম-উল হক, বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ হারিস (উইকেট রক্ষক), আগা সালমান, ইফতিখার আহমেদ, ফখর জামান, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান (অধিনায়ক), উসামা মীর, মোহাম্মদ রিজওয়ান, হাসান আলি, শাহীন আফ্রিদি, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।
অস্ট্রেলিয়া: ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, জশ ইংলিস, অ্যালেক্স কেরি (ডব্লিউ), গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, ম্যাথু শর্ট, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, মার্নাস লাবুশান, মার্কাস স্টোইনিস, শন অ্যাবট, ট্র্যাভিস হেড, অ্যাডাম জাম্পা।
এমআর/