সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ভারতের পক্ষে চলতি বছরের সবচেয়ে কম বয়সে টি-টোয়েন্টি ফরম্যাটে সেঞ্চুরির রেকর্ড গড়েন শুভমান গিল। সেই রেকর্ড মঙ্গলবার ভেঙে দিলেন যশস্বী জয়সওয়াল।
মঙ্গলবার নেপালের বিপক্ষে এশিয়ান গেমসে ক্রিকেট ইভেন্টের প্রথম কোয়ার্টার-ফাইনালে ২১ বছর বয়সী জয়সওয়াল সেঞ্চুরির দেখা পান মাত্র ৪৮ বলে। ভারত এদিন টস জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেটে সংগ্রহ করে ২০২ রান।
৪৯ বলে সেঞ্চুরি পূর্ণ করে পরের বলেই ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরেন জয়সওয়াল। তার ইনিংসে ছিল ৭টি ছক্কা ও ৮টি চার। এছাড়া ১৫ বলে ৩৭ রানে অপরাজিত ছিলেন রিংকু সিং। এছাড়া সমান ২৫ করে রান করেন ঋতুরাজ গায়কোয়াড ও শিভাম দুবে।
তবে ভারতের দেওয়া বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ভয় ধরিয়ে দেয় নেপালি ব্যাটাররা। জয়ের দারুণ আশা দেখালেও অবশ্য শেষ হাসি হাসতে পারেনি নেপাল। ৯ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত তারা ১৭৯ রান করে। ২৪ রানের জয় নিয়ে সেমি ফাইনাল নিশ্চিত করে ভারত।
মাত্র ১৫ বলে সর্বোচ্চ ৩২ রান করেন দীপেন্দ্র সিং। ইনিংসে ছক্কার মার ৪টি। এ ছাড়া ৩ ছক্কায় সন্দীপ জরা ১২ বলে ২৯, কুশল মাল্লা ২২ বলে ২৯ ও কারান চেত্রি ১৩ বলে ১৮ রান নিয়ে অপরাজিত ছিলেন।
ভারতের হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন আবেশ খান ও রবি বিষ্ণুই। আরশদীপ সিং ২ উইকেট নিলেও ৪ ওভারে ৪৩ রান দেন এই পেসার।
এমআর/