সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বিশ্বকাপের মূল মিশনে নামার আগে প্রত্যেকটি দল সুযোগ পেয়েছে দুটো করে প্রস্তুতি ম্যাচ খেলার। বাংলাদেশের দুই প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। বলা যায়, নিজেদের পরখ করতে অন্য দলগুলোর তুলনায় বেশ শক্ত প্রতিপক্ষ পায় টাইগাররা।
প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ জয় দিয়ে শুরু করে বাংলাদেশ। সেই ম্যাচে শ্রীলঙ্কার দেওয়া ২৬৩ রান টপকাতে বাংলাদেশ খেলে ৪২ ওভার। মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা। ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স দেখায় টাইগাররা।
পরের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত ম্যাচটি ৩৭ ওভারে খেলা হলেও যে যার জায়গা থেকে দিয়েছে সেরাটা। প্রথমে ব্যাট করে নির্দিষ্ট ওভারে ৯ উইকেটে ১৮৮ রান করে বাংলাদেশ।
জবাবে ব্যাট করতে নেমে লক্ষ্য তাড়া করলেও টাইগার বোলারদের সামনে বেশ হিমসিম খেতে হয় জশ বাটলার-জনি বেইরষ্টোদের। অবশ্য মঈন আলীর ৫৬ রানের অপরাজিত ইনিংসে ভর করে ২৪.১ ওভারে ৬ উইকেট হারিয়ে জিতে নেয় ম্যাচ।
নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়াই ম্যাচ দুটি খেলেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে দলকে নেতৃত্ব দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয় ম্যাচে নেতৃত্ব দেন নাজমুল হোসেন শান্ত।
দেখে নেওয়া যাক প্রস্তুতি ম্যাচে কেমন করল-
ব্যাটিং
নাম |
বিপক্ষ শ্রীলঙ্কা |
বিপক্ষ ইংল্যান্ড |
তানজিদ তামিম |
৮৪ (৮৮) |
৪৫ (৪৪) |
লিটন দাস |
৬১ (৫৬) |
৫ (৬) |
মেহেদি মিরাজ |
৬৭ (৬৪) |
৭৪ (৮৯) |
নাজমুল হোসেন |
|
২ (১১) |
তাওহীদ হৃদয় |
০(১) |
৫ (১৩) |
মুশফিকুর রহিম |
৩৫ (৪৩) |
৮ (১৫) |
মাহমুদউল্লাহ রিয়াদ |
|
১৮ (২১) |
বোলিং
নাম |
বিপক্ষ শ্রীলঙ্কা |
বিপক্ষ ইংল্যান্ড |
তাসকিন আহমেদ |
৭ ওভার- ০/২৯ -৪.১৪ ইকোনো. |
৪ ওভার-১/২৩ -৫.৭৫ ইকোনো. |
মোস্তাফিজুর রহমান |
|
৩ ওভার-২/২৩ -৭.৬৬ ইকোনো. |
তানজিম হাসান |
৫.১ ওভার-১/৩৩- ৬.৩৮ ইকোনো. |
৪ ওভার-০/৩০ -৭.৫০ ইকোনো. |
শরিফুল ইসলাম |
৫ ওভার-১/২৯ -৭.০০ ইকোনো. |
৩ ওভার-১/৩১ -১০.৬৬ ইকোনো. |
নাসুম আহমেদ |
৮ ওভার-১/৫১-৬.৩৭ ইকোনো. |
২ ওভার-১/২০ -১০.০০ ইকোনো. |
হাসান মাহমুদ |
৫ ওভার-১/৪৪ -৮.৮০ ইকোনো. |
৪ ওভার-১/৩৮ -৯.৫০ ইকোনো. |
শেখ মেহেদী |
৯ ওভার-৩/৩২ -৩.২০ ইকোনো. |
২ ওভার-০/১০ -৫.০০ ইকোনো. |
মেহেদী মিরাজ |
১০ ওভার-১/৩২ -৪.০০ ইকোনো. |
|
এমআর/