সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বরাবরের মতোই আনপ্রেডিক্টেবল পাকিস্তান। নইলে বাবর আজমরা ৩৪৫ রান নিয়েও কীভাবে হেরে যায়! হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে পাকিস্তানের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে ৬.২ ওভার হাতে রেখে ৫ উইকেটের জয় পেয়েছে নিউজিল্যান্ড।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে এদিন ওপেনিংয়ে চমক দেখায় কিউইরা। ডেবন কনওয়ের সঙ্গে ইনিংস শুরু করতে পাঠানো হয় রাচীন রবীন্দ্রকে। দ্বিতীয় ওভারের প্রথম বলে কনওয়ে হাসান আলীর বলে ক্যাচ দিয়ে গোল্ডেন ডাক মারে সাজঘরে ফিরলেও রবীন্দ্র দেখিয়েছেন দারুণ দৃঢ়তা।
কেইন উইলিয়ামসনের সঙ্গে ১৭৯ রানের জুটি গড়েন রবীন্দ্র। তবে জুটি ভাঙে ব্যক্তিগত ৫৪ রানের মাথায় উইলিয়ামসন বিশ্রামে গেলে। এরপর দলীয় ১৮৩ রানের মাথায় আঘা সালমানের বলে বোল্ড হয়ে বিদায় নেন ৭২ বলে ১৬টি চার ও ১ ছক্কায় ৯৭ রান করা রবীন্দ্র।
এরপর ড্যারেল মিচেল ৫৭ বলে ৩টি চার ও ২টি ছয়ে ৫৯ রান করে যান বিশ্রামে। এদিন অবশ্য পাকিস্তানের মূল পেসার শাহীন আফ্রিদি নামেননি বোলিং করতে। গ্ল্যান ফিলিপসকে ৩ রানে ফেরান উসমান মীর।
তবে জিমি নিশাম ৩৩ রান করে মোহাম্মদ ওয়াসিমের বলে ক্যাচ দিলেও মার্ক চ্যাপমেনের অপরাজিত ৬৫ রানের ইনিংসে ভর করে বড় লক্ষ্য সহজে তাড়া করে ফেলে কিউইরা।
পাকিস্তানের পক্ষে ২টি উইকেট নেন উসমান মীর। ১টি করে উইকেট নেন হাসান আলী, সালমান ও ওয়াসিম।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তানের দুই ওপেনার ইমাম উল হক (১) ও আবদুল্লাহ শফিক (১৪) ব্যর্থ হয়ে ফেরার পর বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের জুটিতে ঘুরে দাঁড়ায়।
বাবর ৮৪ বলে ৮টি চার ও ২টি ছয়ে ৮০ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরেন মিচেল স্যান্টনারের বলে ড্যারেল মিচেলের হাতে ক্যাচ দিয়ে। এরপর সৌদ শাকিল ও রিজওয়ানের জুটি ভাঙে দলীয় ৩১৯ রানের মাথায়। শাকিল খেলেন ৫৩ বলে ৫টি চার ও ৪টি ছক্কায় ৭৫ রানের ইনিংস।
মোহাম্মদ রিজওয়ান ৯৪ বলে ৯টি চার ও ২ছক্কায় ১০৩ রান করে যান বিশ্রামে। শেষ দিকে আঘা সালমানের ৩৩, শাদাব খানের ১৬ ও ইফতিখার আহমেদের ৭ রানে ৫ উইকেটে ৩৪৫ রানের বিশাল পুঁজি পায় পাকিস্তান।
নিউজিল্যান্ডের পক্ষে ২টি উইকেট নেন মিচেল স্যান্টনার। ১টি করে উইকেট নেন ম্যাট হ্যানরি, জেমস নিশাম ও লকি ফার্গুসন।
এমআর/