সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বিশ্বকাপের প্রস্তুতির অংশে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। গৌহাটির বারাসপারা ক্রিকেট স্টেডিয়ামে এদিন টস জিতে বাংলাদেশকে বোলিং করার আমন্ত্রণ জানায় লঙ্কানরা। আগের দিন অনুশীলনের সময় চোটে পড়ায় এই ম্যাচে খেলা হচ্ছে না অধিনায়ক সাকিব আল হাসানের।
মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে বোলিং করতে নেমে শুরুর দিকে বেশ হতাশ হতে হয়েছে টাইগার বোলারদের। উইকেট শূন্য থাকতে হয়েছে ১৫ ওভার পর্যন্ত। তবে ওপেনার কুশল পেরেরা (৩৪) চোট পেয়ে মাঠ ছাড়ার পর আর উইকেট পেতে দেরি হয়নি।
লঙ্কান শিবিরে প্রথম আঘাত আনেন শেখ মেহেদী। দলীয় ১০৭ রানের মাথায় সাদেরা সামারাবিক্রমাকে ফেরান ২ রানে। এরপর ৬৮ রান করা পাথুম নিশাঙ্কাকেও কট এন্ড বোল্ড করে ফেরান শেখ মেহেদী।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট দিয়েছে লঙ্কানরা। দলের টপ অর্ডারের তিন ব্যাটারকেই ফিরিয়েছেন মেহেদী। চারিথ আসালাঙ্কাকে ফেরান ১৮ রানে।
তবে ধনঞ্জয়া ডি সিলভা বেশ ভালো প্রতিরোধ গড়ে তোলেন ছয় নম্বরে ব্যাট করতে নেমে। তুলে নেনে অর্ধশতকের ইনিংস। তবে বিদায় নেন দলীয় ১৭৭ রানের মাথায় ৫৫ রানের ইনিংস খেলে মেহেদী হাসান মিরাজের শিকার হয়ে। এর আগে দাসুন শানাকাকে ৩ রানে ফেরান শরিফুল ইসলাম।
এরপর বাকি ব্যাটাররা লম্বা করতে পারেননি ইনিংস। দিমুথ করুনারত্নেকে রান আউট করে ফেরান মাহমুদউল্লাহ রিয়াদ। দুনিথ ওয়েললালাগে রান আউট হন মাহমুদউল্লাহ'র থ্রোতে মুশফিকুর রহিমের স্টাম্পিংয়ে।
শেষ দিকে দুসান হেমন্তকে ১১ রানে ফেরান তানজিম হাসান সাকিব। ৪৯.১ ওভারে সব উইকেট হারিয়ে ২৬৩ রান তুলেছে শ্রীলঙ্কা।
বাংলাদেশের পক্ষে ৩ উইকেট নিয়েছেন শেখ মেহেদী। ১টি করে উইকেট নিয়েছেন তানজিম সাকিব, শরিফুল, নাসুম ও মিরাজ।
এমআর/