সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই দলের অন্যতম সদস্য কেইন উইলিয়ামসনকে পাচ্ছেন নিউজিল্যান্ড। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় তাকে ছাড়াই ইংল্যান্ডের বিপক্ষে নামতে পারছেন না তিনি।
গত আইপিএলে হাটুতে চোট পাওয়ার পর শঙ্কা জাগে তার বিশ্বকাপ খেলা নিয়েই। তবে সার্জারির পর লম্বা সময় ধরে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকা কিউই অধিনায়কে দলে রেখেছেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
ইংলিশদের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত চূড়ান্ত হলেও উইলিয়ামসনকে প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং করানোর সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। অবশ্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে অবশ্য ব্যাটিংয়ের পাশাপাশি তার ফিল্ডিং করার কথা রয়েছে।
দলটির হেড কোচ গ্যারি স্টিডের কথাতেও মিললো তেমন ইঙ্গিত, ‘উইলিয়ামসনের ফেরার জন্য শুরু থেকে আমরা দীর্ঘস্থায়ী একটা দৃষ্টিভঙ্গি নিয়ে এগুচ্ছি। তার রিকোভারি খুবই ভালোভাবে হচ্ছে। এখন শুধু এটা নিশ্চিত করা আন্তর্জাতিক ক্রিকেটের তীব্রতা ও চাহিদার সঙ্গে যেন সে মানিয়ে নিতে পারে। ফলে আমরা কেনের পুনর্বাসনের জন্য ডে বাই ডে পন্থা অবলম্বন করতে থাকবো। নিশ্চিতভাবে পুরোপুরি ফিট না হওয়ার আগ পর্যন্ত তার ওপর কোনও চাপ তৈরি করবো না।’
উইলিয়ামসনের অনুপস্থিতিতে উদ্বোধনী ম্যাচে টম ল্যাথাম অধিনায়কের দায়িত্ব পালন করবেন। দুটি প্রস্তুতি ম্যাচেও দায়িত্ব পালন করবেন তিনি। বিশ্বকাপে নিউজিল্যান্ডের দ্বিতীয় ম্যাচ ৯ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে। উইলিয়ামসনের মূল লক্ষ্য এই ম্যাচের মধ্যে পুরোপুরি ফিট হয়ে ওঠা।
এমআর/