সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সাকিব আল হাসানকে বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে বাংলাদেশ দলের। এমন কী আজ খেলছেন না শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচটিও।
তবে গুঞ্জন আছে, গৌহাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগের দিন ওয়ার্ম-আপে ফুটবল খেলতে গিয়ে বা পায়ে ব্যথা পান বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব। তার পা অনেকটাই ফুলে গেছে বলে খবর। যে কারণে আজ শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে খেলছেন না তিনি।
প্রস্তুতি ম্যাচে সাকিবের পরিবর্তে অধিনায়কত্ব করছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তবে সাকিবের চোট কতটা গুরুতর এ নিয়ে বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি।
গত কদিন ধরেই সাকিব-তামিম ইস্যুতে উত্তাল দেশের ক্রিকেটাঙ্গন। বিশ্বকাপ স্কোয়াড থেকে দলের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালকে বাদ দেয়া নিয়ে সাকিব-তামিমের পাল্টাপাল্টি বক্তব্য বেশ বিপাকে ফেলেছে বিসিবিকে। তবে দুজনকে নিয়ে সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্তজার ভিডিওবার্তায় কিছুটা হলেও সুবাতাস বইছে। এমআর/