সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বিশ্বকাপের আগে টালমাটাল বাংলাদেশ ক্রিকেট দলের অবস্থা। তামিম ইকবালের বাদ পড়া নিয়ে এখনো উত্তপ্ত দেশের ক্রিকেটাঙ্গন। এরইমধ্যে প্রস্তুতি ম্যাচ খেলতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠ নেমেছে বাংলাদেশ।
তার আগে সংবাদ সম্মেলনে কথা বলেছেন দলের পেসার হাসান মাহমুদ। তিনি জানিয়েছেন, তামিম ইকবাল ইস্যু প্রভাব ফেলবে না দলে।
দ্য টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে চলমান ইস্যু নিয়ে কথা বলেছেন তিনি। বৃহস্পতিবার অনুশীলনের এক ফাঁকে হাসান মাহমুদ বলেছেন, ‘আসলে দলের বাইরে কী হচ্ছে না হচ্ছে সেসব নিয়ে আমরা সেভাবে ভাবি না। শুধু নিজেদের কাজ নিয়ে, অনুশীলনের রুটিন নিয়ে ব্যস্ত থাকি। যেন সামর্থ অনুযায়ী সেরাটা দিতে পারি। আমার কথাও যদি বলেন তাহলে বলতে হবে আমি নিজে এসব নিয়ে বেশি ভাবি না। দলে নিজের ভূমিকা কী সেটা পালন করতেই ব্যস্ত আমি।’
হাসান মাহমুদদের সেরাটা বের করে আনতে পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের ভূমিকা অনেক। বিশ্বকাপে এই পেস ইউনিট ভরসা দিচ্ছে লাল-সবুজদের। তবে ডোনাল্ডের মতো দক্ষিণ আফ্রিকান গ্রেটের ছায়াতলে থাকায় সেটা হাসান মাহমুদের জন্য অন্যরকম অনুভূতির, ‘তার মতো একজনকে পাশে পাওয়া মানে সেরা কিছু। আমাদের জন্য তিনি সব সময়ই পাশে থাকেন। আমরা তার সঙ্গে শুরুতে এবং ডেথে কীভাবে ভালো বল করতে পারি সেসব নিয়ে আলোচনা করি। সে তার অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগাভাগি করে। যেটা সত্যিই চমৎকার।’
এমআর/