সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গত ২৬ সেপ্টেম্বর বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ চলাকালীন হুট করেই ড্রেসিং রুম ছেড়ে চলে যান লজিস্টিক ম্যানেজার নাফিস ইকবাল। এরপর গুঞ্জন ওঠে সাকিব আল হাসান চান না বলেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে পদত্যাগ করতে বলে।
বেশ লম্বা সময় ধরে বাংলাদেশ দলের সঙ্গে কাজ করেছেন নাফিস ইকবাল। বিশেষ করে তামিম ইকবাল অধিনায়ক থাকা কালীন সময়ে। তামিম ইকবাল দলের নেতৃত্ব ছাড়ার পরই নানা কথা ওঠে নাফিসকে নিয়ে।
এমনও কথা ওঠে, তামিম ইকবালকে বিশ্বকাপ দলে না রাখায় চাকরি ছেড়ে দিয়েছেন নাফিস ইকবাল। তবে নাফিস ইকবাল নিজেই খোলাসা করেছেন কেন তিনি সেদিন ম্যাচের মাঝে চলে যান ড্রেসিংরুম ছেড়ে।
মূলত বিশ্বকাপ দলের সঙ্গে ভারত সফরের পরিকল্পনায় না থাকায় দল ছেড়ে যান নাফিস। এই ঘটনার সঙ্গে তামিম ইকবালের সাম্প্রতিক ঘটনার কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন তিনি।
বুধবার রাতে ফেসবুকে পোস্ট করে নাফিস ইকবাল জানান, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে চলাকালে জাতীয় দল ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত আমি আবেগের বশে নেইনি। ২৬ সেপ্টেম্বর তৃতীয় ওয়ানডের দিন সকালে আমি জানতে পারি, আমি বিশ্বকাপ দলের সঙ্গে যাচ্ছি না। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেও একই ঘটনা ঘটেছিল। আমিও একজন মানুষ, অন্যদের মতো আমারও আবেগ আছে।’
নাফিস আরো বলেন, ‘আমি অবশ্যই বিসিবি থেকে পদত্যাগ করিনি এবং এই ঘটনার সঙ্গে আমার ছোট ভাই তামিমের এসব ঘটনার কোনো সম্পর্ক নেই। আমি মাঠ ছাড়ার ৬-৭ ঘণ্টার পর বিশ্বাকপ দল ঘোষণা করা হয়েছে।’
এমআর/