সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
এবার বিশ্বকাপের জন্য দল ঘোষণা করা হয়েছে ফেসবুকে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) এ দল ঘোষণা করা হয়েছে। বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের দল ক্রিকেট বোর্ডের ফেসবুক পেজে ঘোষণা করা হলো। অতীতে এমন ঘটনা কখনও ঘটেনি।
দল ঘোষণার পর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানান, তামিম পুরোপুরি ফিট নয় তাই তাকে বিশ্বকাপ দলে রাখা হয়নি।
দেশের হয়ে রেকর্ড সর্বোচ্চ ২৫টি সেঞ্চুরির সাহায্যে সবচেয়ে বেশি ১৫ হাজার ২৪৯ রান করেন তামিম। দেশের অসংখ্য ম্যাচ জয়ে অবদান রাখেন এই তারকা ওপেনার। বিশ্বের অন্যতম সেরা এই ওপেনারকে রাখা হয়নি বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে। সেজন্য বিতর্কের ঝড় উঠে।
দল থেকে বাদ পড়ে বুধবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ফেরিফায়েড ফেসবুকে এক ভিডিওবার্তায় তামিম ইকবাল তুলে ধরেন ক্রিকেট তার সঙ্গে যে নোংরামি করেছে, সি বিষয়টি।
এদিন একেবারে শেষে তামিম বলেন, আমাকে সবাই মনে রাখিয়েন। ভুলে যাইয়েন না।
জেডএ