সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বিশ্বকাপ শুরু হতে বাকি আর ৮ দিন। এর মধ্যে আইসিসির বেঁধে দেওয়া সময় অনুযায়ী ১০ম দল হিসেবে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। মঙ্গলবার ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হলেও রাখা হয়নি কোনো অতিরিক্ত খেলোয়াড়।
যদিও দল ঘোষণার কদিন আগেও ক্রিকেট অপারেশন্স ও বোর্ড পরিচালক জালাল ইউনুস বলেছিলেন, মূল স্কোয়াডের সঙ্গে স্ট্যান্ডবাই ক্রিকেটার রাখা কথা।
তবে আজ বিশ্বকাপ দল বিকেলে রওনা করবে ভারতের উদ্দেশে। যাওয়ার আগে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানিয়ে গেলেন, ‘এখন আমাদের সাথে স্ট্যান্ডবাই কেউ যাচ্ছে না। তবে প্রয়োজন হলে তাদের ডাকা হবে।’
যদিও ব্যাক-আপ হিসেবে পেসার খালেদ হোসেন এবং দুই ব্যাটসম্যান নাঈম শেখ ও শামীম হোসেন পাটোয়ারিকে প্রস্তুত থাকতে বলেছে টিম ম্যানেজমেন্ট।
এদিকে প্রথমবার বিশ্বকাপ খেলতে যাচ্ছেন অনূর্ধ-১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম। এছাড়াও প্রথমবার খেলতে যাচ্ছেন শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, ও নাজমুল হোসেন শান্ত।
বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (সহ অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব ও তানজিদ হাসান তামিম।
এমআর/