সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
অন্যান্যবারের মতো এবার আর ঘটা করে জার্সি উন্মোচনের পথে হাটেনি বাংলাদেশ। এশিয়া কাপ খেলে এসে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে নামতে হয়েছে তিন ম্যাচের সিরিজ খেলতে নামতে হয়েছে বাংলাদেশকে। সব মিলে ছিল সময় স্বল্পতা।
এমন কী দল ঘোষণাও করা হয়েছে ১০ম দল হিসেবে। তবে দল ঘোষণা আর জার্সি উন্মোচনে ছিল কিছুটা চমক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফেসবুক পেজে সোমবার রাতে একটি ভিডীও পোস্ট করা হয়।
যেখানে দেখা যায় সাকিব আল হাসানের রুমে নক করে একটি বক্স দেওয়া হয়। সাকিব সেটি খুলে জার্সি পেয়ে তুলে ধরেন। এরপর বিশ্বকাপ দলে থাকা সবার কাছেই পৌঁছে দেওয়া হয় একটি করে জার্সির বক্স। জার্সি হাতে নিয়ে সবাই নিজেদের স্বপ্নের কথা জানান।
জার্সিতে চিরাচরিত সবুজ আর লাল রঙ থাকলেও সবুজের আধিক্য রয়েছে বেশি। জার্সির দু’পাশের কাঁধে লাল রং ব্যবহার করে ফুটিয়ে তোলা হয়েছে জামদানি ডিজাইন।
এছাড়াও বিশ্বকাপ জার্সির থিমে প্রাধান্য পেয়েছিল ঐতিহ্যবাহী বাংলার জামদানি, আর সুন্দরবনের গর্ব রয়েল বেঙ্গল টাইগারের শরীরের গঠন।
সামনে বড় করে লেখা রয়েছে বাংলাদেশ। গত বিশ্বকাপের জার্সিতে প্রথমে বাংলাদেশ না থাকায় বেশ তোপের মুখে পড়তে হয়েছিল বিসিবিকে। এবার আর সেটি হয়নি।
বিশ্বকাপ দল আজ বিকেলে ৪টার ফ্লাইটে ভারতের উদ্দেশে রওনা করবেন। যে দলের নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান।
এমআর/