দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ চণ্ডিকা হাথুরুসিংহেকে অব্যাহতি ও তামিম ইকবালকে বিশ্বকাপ দলে ফেরাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বরারব আইনি নোটিশ পাঠানো হয়েছে।
বুধবার বাংলাদেশ ক্রিকেট সাপোর্ট নামক একটি গ্রুপের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের পক্ষে বিসিবিকে নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী রাসেল আল মামুন। আজ বিকেল ৪টায় বাংলাদেশ বিশ্বকাপ দল রওনা করবে ভারতের গৌহাটির উদ্দেশে।
গত দুই মাস আগেও তামিম ইকবাল ছিলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক। তবে দ্বিতীয়বার চণ্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশ দলের হেড কোচ হয়ে ফেরার থেকে শুরু হয় বিভিন্ন ইস্যু। শেষ পর্যন্ত তামিম ইকবালকে বাদ পড়তে হয়েছে বিশ্বকাপের দল থেকে।
তবে ঠিক কী কারনে তামিম বাদ পড়েছেন বিশ্বকাপের দল থেকে সেটি এখনো স্পষ্ট নয়। কেউ বলছেন আনফিট তামিমকে বাদ দিয়েছেন কোচ আর অধিনায়ক সাকিব আল হাসান মিলে। আবার কেউ বলছেন, তামিম নিজে থেকেই সরে দাঁড়িয়েছেন দল থেকে। তবে তামিম ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেন আজ বিকেলে বাংলাদেশ দল ভারতের উদ্দেশে রওনা করার পর ভিডিও বার্তায় খোলাসা করবেন গত কদিনে যা ঘটেছে তার সঙ্গে।
এমআর/