সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটের প্রথম ম্যাচে বিশ্ব রেকর্ডের ছড়াছড়ি। মঙ্গোলিয়ার বিপক্ষে ৩ উইকেটে ৩১৪ রান করেছে নেপাল। ছক্কা মেরেছে ২৬টি। ম্যাচ জিতেছে ২৭৩ রানের ব্যবধানে। এই ম্যাচে মাত্র ৯ বলে ফিফটি করেছেন দিপেন্দ্র সিং। কুশাল মাল্লা সেঞ্চুরি ছুঁয়েছেন ৩৪ বলে। এই ম্যাচের পাঁচটিই বিশ্ব রেকর্ড।
চীনের হাংজুতে জেহজাং বিশ্ববিদ্যালয় মাঠে টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠায় মঙ্গোলিয়া। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটিই মঙ্গোলিয়ার প্রথম ম্যাচ। নবাগত দলটির বিপক্ষে ব্যাটিংয়ে রীতিমতো তাণ্ডব চালিয়েছে নেপাল।
বিশ্বের প্রথম দল হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনশ রান করেছে রোহিত পাউডেলের নেতৃত্বাধীন দল। তারা ভেঙেছে ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের করা ২৭৮ রানের রেকর্ড। ওই বছর তুরস্কের বিপক্ষে ২৭৮ রান করে চেক প্রজাতন্ত্রও।
পরে মঙ্গোলিয়াকে স্রেফ ৪১ রানে গুঁড়িয়ে সবচেয়ে বড় জয়ের রেকর্ডও গড়েছে নেপাল। যা এত দিন ছিল চেক প্রজাতন্ত্রের, ২৫৭ রানে (তুরস্কের বিপক্ষে)। এছাড়া দুইশর বেশি রানে জয় আছে আর শুধু কানাডার। ২০২১ সালে পানামার বিপক্ষে ২০৮ রানে।
ম্যাচে তিন নম্বরে নামা কুশাল মাল্লা ৮ চার ও ১২ ছক্কায় ৫০ বলে করেন ১৩৭ রান। এই ইনিংস খেলার পথে তিনি ভেঙে দেন ডেভিড মিলারের ৩৫ বলে সেঞ্চুরির রেকর্ড। ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে যা গড়েন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান। ওই বছরই শ্রীলঙ্কার বিপক্ষে রোহিত শার্মা ও ২০১৯ সালে তুরস্কের বিপক্ষে চেক প্রজাতন্ত্রের সুদেশ উইক্রামাসেকারাও ৩৫ বলে সেঞ্চুরি করেন।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নেপালের পক্ষে এটি সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। সব মিলিয়ে এর চেয়ে বড় ইনিংস রয়েছে ৪টি।
শেষ দিকে ঝড় তোলেন দিপেন্দ্র। ৮ ছক্কায় স্রেফ ৯ বলেই তিনি পূর্ণ করেন ব্যক্তিগত পঞ্চাশ। তিনি ভাঙেন ২০০৭ সালের বিশ্বকাপে যুবরাজ সিংয়ের করা ১২ বলে ফিফটির রেকর্ড।
এছাড়া অধিনায়ক রোহিত খেলেন ২ চার ও ৬ ছক্কায় ২৭ বলে ৬১ রানের ইনিংস। সব মিলিয়ে ইনিংসে ছক্কার হিসেবে তারা পেছনে ফেলেছে আফগানিস্তানকে। ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানরা মেরেছিল ২২টি ছক্কা। চলতি বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৫৮ রান করার পথে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসেও ছিল ২২ ছক্কা।
এমআর/