সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
আজ বুধবার বিকেলে তামিম ইকবালকে ছাড়াই উড়বে বাংলাদেশ দলকে বহনকারী ফ্লাইট। অথচ এই দলে থাকার কথা ছিল তামিম ইকবালের। গত জুলাইতে যখন আচমকা অবসরের সিদ্ধান্ত নেওয়ার পর বিশ্বকাপের কথা ভেবেই প্রধানমন্ত্রী টাকে দলে ফেরার অনুরোধ করেন।
কিন্তু দুই মাস যেতে না যেতেই সব পাল্টে গেল। তামিম দুই মাস সময় চেয়েছিলেন নিজেকে ফিট করতে। সেই সময়ও পেয়েছেন। নিউজিল্যান্ড সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে পারফরম্যান্সও করেছেন।
তবে দ্বিতীয় ওয়ানডের পর সংবাদ সম্মেলনে তামিম নিজেই বলেছেন, তিনি এখনো অস্বস্তিতে আছেন ফিটনেস নিয়ে। এরপরই বদলে যেতে থাকে দৃশ্যপট। আনফিট তামিম ইস্যুতে সোমবার মধ্যরাতে মিটিংয়ে বসেন অধিনায়ক সাকিব আল হাসান, কোচ হাথুরুসিংহে এবং বোর্ড প্রধান তামিম ইকবাল।
তবে শেষ পর্যন্ত তামিম ঠিক কী কারণে বাদ পড়েছেন সেটি এখনো স্পষ্ট না। তামিম ইকবাল ইস্যুতে পক্ষে-বিপক্ষে চলছে তানা তর্ক-বিতর্ক।
এই তর্ক আর বিতর্কে কিছুটা হলেও ভুল ভাঙানোর চেষ্টা করেছেন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। মঙ্গলবার রাতে ফেসবুকে পোস্ট করে মাশরাফী জানান, তামিম নিজে থেকেই দলে থাকতে চায়নি।
মাশরাফী লেখেন, ‘একটা তথ্য হয়তো সবাই ভুল দিচ্ছে তামিমকে বাদ দিয়েছে,আসলে সত্য হলো তামিম দলে থাকতে চায়নি। দলে না রাখা আর থাকতে না চাওয়ার ব্যবধানটা অনেক।’
তবে তামিম কেন থাকতে চাননি এই ব্যপারে মাশরাফী কিছু না বললেও সেটি তামিমের উত্তরের অপেক্ষা করছেন তিনিও।
‘আমার মনে হয় এতটুকু সম্মান তামিমের প্রাপ্য। এখন প্রশ্ন হতে পারে তামিম কেন দলে থাকতে চাইল না। আসলে সে উত্তর আমার কাছে নাই।সেটা একমাত্র তামিমই বলতে পারে।’
এমআর/