সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বাংলাদেশের বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন তামিম ইকবাল। মঙ্গলবার বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যে দলে তামিমের থাকাটা ছিল অনেকটাই চূড়ান্ত। কিন্তু শেষ মুহুর্তে তামিম ইস্যুতে উত্তাল হয়ে পড়ে দেশের ক্রিকেট বোর্ড।
কেন এমনটা হলো, কী ঘটেছে গত কদিন ধরে সেসব নিয়েই বিস্তারিত জানাবেন তামিম ইকবাল নিজেই। আজ বিকেল ৪টায় বিশ্বকাপ খেলতে ভারতের উদ্দেশে দেশ ছাড়বেন সাকিবরা। এ নিয়ে ফেসবুক পোস্টে তামিম জানিয়েছেন, ‘আজকে বাংলাদেশ জাতীয় দল ভারতের উদ্দেশে রওনা দেওয়ার পর একটি ভিডিও বার্তার মাধ্যমে আমি সবাইকে বিগত কয়েক দিনের ঘটে যাওয়া ব্যাপারে কিছু কথা বলবো।’
গত দুই দিন ধরে গণমাধ্যমেও ছড়িয়েছে অনেক কথা। যে কারণে বিভ্রান্ত হয়েছেন সমর্থকরাও। বিশ্বকাপের আগে তামিম ইস্যু যেন কোনো বিপাকে না ফেলে দলকে সেসবও জানাবেন ভিডিও বার্তায়।
‘গত কয়েক দিন অনেক কথাই গণ মাধ্যমগুলোতে এসেছে। আমি মনে করি বাংলাদেশ দলের এবং আমার ভক্ত - সমর্থক সবারই পরিষ্কার ভাবে সব কিছু জানার অধিকার রাখে।’
গত জুলাইতে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে খেলার পর আচমকা অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। অবশ্য পরদিন প্রধানমন্ত্রীরা অনুরোধে ফের দলে ফেরার ঘোষণা দেন তামিম।
এরপর প্রায় দেড় মাসের ছুটি নিয়ে চিকিৎসা করান। যাতে করে ফিট হয়ে ফিরতে পারেন বিশ্বকাপের দলে। তার আগে প্রস্তুতির জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দলেও রাখা হয় টাকে। প্রথম ম্যাচে ব্যাটিং করা না হলেও ফিল্ডিং করেন ৩৪ ওভার। দ্বিতীয় ম্যাচে ব্যাটিং করেন, খেলেন ৪৪ রানের ইনিংসও। তবে বিশ্রাম নেন তৃতীয় ম্যাচ থেকে।
এমআর/