সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বহুল আলোচিত বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা হয়েছে আজ মঙ্গলবার সন্ধ্যায়। মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে যখন নিউজিল্যান্ড-বাংলাদেশ ম্যাচ চলছিল তখন ভিডিও বার্তায় ১৫ সদস্যের চূড়ান্ত দল জানাচ্ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
যে দলে রাখা হয়নি তামিম ইকবালকে। দিনভর তামিমকে নিয়ে চলেছে নাটক। যে নাটকের সূত্রপাত হয় সোমবার রাতে। বিশ্বকাপের দলে তামিম থাকছেন এটা নিশ্চিত ছিল।
গত জুলাইতে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে খেলার পর আচমকা অবসরের সিদ্ধান্ত জানিয়ে দেন তামিম। পরের দিন প্রধানমন্ত্রীর চাওয়ায় আবারো দলে ফেরার সিদ্ধান্ত নেন বাঁহাতি এই ওপেনার।
এরপর ওয়ানডের নেতৃত্ব ছাড়ার কথা জানালেও চোট কাটিয়ে বিশ্বকাপ দলে থাকবেন এমনটাই ছিল কথা। তবে ঘোষিত দলে কেন রাখা হয়নি তামিমকে এ নিয়ে কোনো সদুত্তর দিতে পারেননি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
তামিম কেন দলে নেই, কী কারণে বাদ পড়েছেন এ নিয়ে সংবাদ সম্মেলনে বেশ কয়েকবার প্রশ্ন করা হয়। জবাবে নান্নু বলেন, "তামিম ইকবালের কিন্তু অনেকদিন ধরেই ইনজুরি কনসার্ন। এটা কিন্তু আমরাও জানি, আপনারা অনেকেই জানেন। ও ইনজুরির সঙ্গে যুদ্ধ করছিল, নিউজিল্যান্ড সিরিজের আগে ফিটনেস ফিরে পেয়েছে। এক ম্যাচ খেলার পর কিন্তু আবার একটা অভিযোগ এসেছে। সবকিছু মিলিয়ে, সব বিবেচনা করে, ওর ইনজুরি নিয়ে যে কনসার্ন আছে এসব চিন্তা করেই ওকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়নি। টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করা হয়েছিল। সবাই আলোচনা করেই ঝুঁকি নিতে পারি নাই, কারণ বিশ্বকাপ অনেক দিনের ব্যাপার অনেকগুলো ম্যাচ আছে।"
সোমবার রাতে জানা যায়, তামিম ইকবাল বিশ্বকাপে খেলতে শর্ত দিয়েছেন। পাঁচ ম্যাচ খেলে বাকি চার ম্যাচ না খেলার কথা বলায় অধিনায়ক সাকিব আল হাসান চটে যান বলেও শোনা যায়। তবে পরিস্থিতি ভিন্ন।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, তামিমকে বোর্ড থেকেই প্রস্তাব দেওয়া হয় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি না খেলার। শুধু একটি ম্যাচই নয়, আরো কয়েকটি ম্যাচেও বসানো হতে পারে বলা হয়। তাতে তামিম অপারগতা জানালে শেষ পর্যন্ত বাদ পড়তে হয়েছে দল থেকে।
এ নিয়ে নান্নু বলেন, "এ বিষয়ে আপনাদের ক্লিয়ারলি বার্তা দেই যে, এ বিষয়ে আমাদের কাছে তথ্য ছিল না। তামিম ৫টা ম্যাচ খেলবে বা অন্য কিছু কোনো তথ্য ছিল না। তামিমের সঙ্গে আলোচনা হয়েছে তবে সব তো আর জানানো যায় না। তবে সবার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছু কিছু ইনজুরি আছে যেগুলো নিয়ে আপনি ঝুঁকি নিতে পারেন না। একটা খেলোয়াড়কে দলে নিয়েছি সে যেয়েই ইনজুরিতে পড়ে গেছে তখন কিন্তু টিম ম্যানেজমেন্ট বেকায়দায় পড়ে যায়।"
এমআর/