সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বিশ্বকাপের আগে বলা যায় প্রস্তুতির অংশ হিসেবেই ধরা হয়েছিল নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের সিরিজটা। তবে দলের একাধিক নিয়মিত খেলোয়াড়কে বিশ্রামে রেখে লিটন দাসের নেতৃত্বে খেলতে নামে নামে টাইগাররা।
তবে শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে সিরিজ হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ হারে ৮৬ রানের ব্যবধানে। তৃতীয় ম্যাচের আগে বিশ্রাম নেন অধিনায়ক লিটন দাস ও তামিম ইকবাল।
আজ তৃতীয় ও শেষ ম্যাচের একাদশেও আসে বেশ কিছু পরিবর্তন। নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে একাদশে ফেরানো হয় মুশফিকুর রহিম, জাকির হাসান ও শরিফুল ইসলামকে। বলা যায় আগের দুই ম্যাচের তুলনায় বেশ শক্তিশালী একাদশ। তাতেও হেরেছে ৭ উইকেটের ব্যবধানে।
মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৩৪.৩ ওভারে সব উইকেট হারিয়ে ১৭১ রান তুলে বাংলাদেশ।
ব্যাট করতে নেমে ব্যর্থ হন অভিষিক্ত জাকির হাসান, ১ রান করে সাজঘরে ফিরেন দ্বিতীয় ওভারে অ্যাডাম মিলনের করা তৃতীয় বলে বোল্ড হয়ে।
জাকিরের পর তানজিদ হাসান তামিমকে ৫ রানে ফেরান ট্রেন্ট বোল্ট। এরপর তাওহীদ হৃদয়কে নিয়ে লোড়াই করেন নাজমুল হোসেন শান্ত। তবে থিতু হতে পারেননি হৃদয়। মাত্র ১৮ রান করে ফার্গুসনের বলে ক্যাচ দেন উইল ইয়াংয়ের বলে।
শেষ ম্যাচের দলে ডাক পাওয়া মুশফিকুর রহিম এই ম্যাচ খেলতে নামলেও বড় করতে পারেননি ইনিংস। মাত্র ১৮ রান করে সাজঘরে ফেরেন লকি ফার্গুসনের বলে বোল্ড হয়ে।
এরপর বাকি ব্যাটাররা একের পর এক ব্যর্থ হয়ে ফিরলেও ব্যাট হাতে একা লড়েছেন নেতৃত্ব পাওয়া শান্ত। একপাশ আগলে রেখে খেলেছেন দলের হয়ে সর্বোচ্চ ৭৬ রানের ইনিংস।
এছাড়া দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান আসে মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে। শেখ মেহেদী করেন ১৩ রান।
নিউজিল্যান্ডের পক্ষে ৪ উইকেট নেন অ্যাডাম মিলনে। ২টি করে উইকেট নেন বোল্ট ও ম্যাককইনি। ১টি করে উইকেট নেন লকি ফার্গুসন ও রাচিন রবীন্দ্র।
ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই কিউই ওপেনার ফিন অ্যালেন ও উইল ইয়ংয়ের জুটি যোগ করে ৪৯ রান। ফিন অ্যালেনের উইকেট নিয়ে জুটি ভাঙেন শরিফুল ইসলাম। এরপর ৭০ রান করা ইয়ংকে বোল্ড করে ফেরান নাসুম আহমেদ।
দলীয় ১৩০ রানে দুই ওপেনারকে হারানোর পর অভিষিক্ত ডেন ফক্সক্রফটকে ০ রানে ফেরান শরিফুল। এরপর আর উইকেট দিতে হয়নি নিউজিল্যান্ডকে। অপরাজিত ব্যাটার হ্যানরি নিকলসের ৫০ (৮৬) ও টম ব্লান্ডেল ২৩ রানে ভর করে ৩৪.৫ ওভারে ৭ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত্য করে।
এমআর/