সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বিশ্বকাপের আগেই বড় ধাক্কা শ্রীলঙ্কা দলে। দলটির তারকা লেগস্পিন অল-রাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ছাড়াই নামতে হবে বিশ্বকাপের মিশনে। আইসিসির বেঁধে দেওয়া সময়ের দুই দিন আগে নবম দল হিসেবে বিশ্বকাপের দল দিলো শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। দলকে নেতৃত্ব দিচ্ছেন দাসুন শানাকা, ডেপুটি হিসেবে থাকবেন কুশল মেন্ডিস।
গত মাসে লঙ্কান প্রিমিয়ার লিগের প্লে-অফের ম্যাচে ঊরুতে ব্যথা পান হাসারাঙ্গা। তার আগে আসরে তিনি ২৭৯ রানের সাথে ১৯টি উইকেটও নেন। হয়েছিলেন আসরের শীর্ষ রান সংগ্রাহক এবং শীর্ষ উইকেট শিকারি। ওই চোটের কারণে এশিয়া কাপ থেকেও ছিটকে যান তিনি।
হাসারাঙ্গাকে দলে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিল এসএলসি। উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যেও পাঠানো হয়েছিল। জানানো হয়, অস্ত্রোপচার করলে ছিটোকে যাবেন তিন মাসের জন্য। তবে সেই পথে না হেটে রিহ্যাবে রেখে পরিচর্যা করা হলেও শেষ পর্যন্ত তাকে বাদ দিতেই হয়েছে।
শুধু হাসারাঙ্গা নন, চোটের কারণে দল থেকে বাদ পড়েছেন পেসার দুশমন্থ চামেরা। দলে ফিরেছেন পেসার দিলশান মাদুশঙ্কা এবং লাহিরু কুমারা। দুজনেই চোটের কারণে খেলতে পারেননি এশিয়া কাপে।
শ্রীলঙ্কা স্কোয়াড: দাসুন শানাকা (অধিনায়ক), কুসল মেন্ডিস (সহ অধিনায়ক), কুসল পেরেরা, পাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দুশান হেমন্থ, মহেশ থেকশানা, দুনিথ ওয়েললাগে, রাজুনা, রাজুনা, কাসেন। লাহিরু কুমারা, দিলশান মাদুশঙ্কা
রিজার্ভ: চমিকা করুনারত্নে।
বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা ২৯ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে এবং ২ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। ৭ অক্টোবর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু করবে বিশ্বকাপের মিশন।
এমআর/