দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১৭১ রানে অল-আউট হলো বাংলাদেশ। শেষ ৩৪ রান তুলতেই বাংলাদেশ হারাল শেষ ৬ উইকেট।
মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে দুপুরে টস করতে নামেন বাংলাদেশ ওয়ানডে দলের ১৬তম অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টস জিতে সিদ্ধান্ত নেন ব্যাটিং করার।
এদিন দলে আসে বেশকিছু পরিবর্তন। অভিষেক হয় জাকির হাসানের। ব্যাট করতে নেমে জাকির ব্যর্থ হন, ১ রান করে সাজঘরে ফিরেন দ্বিতীয় ওভারে অ্যাডাম মিলনের করা তৃতীয় বলে বোল্ড হয়ে।
জাকিরের পর তানজিদ হাসান তামিমকে ৫ রানে ফেরান ট্রেন্ট বোল্ট। এরপর তাওহীদ হৃদয়কে নিয়ে লোড়াই করেন নাজমুল হোসেন শান্ত। তবে থিতু হতে পারেননি হৃদয়। মাত্র ১৮ রান করে ফার্গুসনের বলে ক্যাচ দেন উইল ইয়াংয়ের বলে।
শেষ ম্যাচের দলে ডাক পাওয়া মুশফিকুর রহিম এই ম্যাচ খেলতে নামলেও বড় করতে পারেননি ইনিংস। মাত্র ১৮ রান করে সাজঘরে ফেরেন লকি ফার্গুসনের বলে বোল্ড হয়ে।
এরপর বাকি ব্যাটাররা একের পর এক ব্যর্থ হয়ে ফিরলেও ব্যাট হাতে একা লড়েছেন নেতৃত্ব পাওয়া শান্ত। একপাশ আগলে রেখে খেলেছেন দলের হয়ে সর্বোচ্চ ৭৬ রানের ইনিংস।
এছাড়া দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান আসে মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে। শেখ মেহেদী করেন ১৩ রান।
নিউজিল্যান্ডের পক্ষে ৪ উইকেট নেন অ্যাডাম মিলনে। ২টি করে উইকেট নেন বোল্ট ও ম্যাককইনি। ১টি করে উইকেট নেন লকি ফার্গুসন ও রাচিন রবীন্দ্র।
এমআর/