সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নেমেছে বাংলাদেশ। নতুন অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে টস জিতে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। দলে অভিষেক হয়েছে জাকির হাসানের।
তবে অভিষেকের ম্যাচেই ব্যর্থ হয়েছেন এই ওপেনার। ইনিংসের দ্বিতীয় ওভারে ট্রেন্ট বোল্টের দ্বিতীয় বলেই বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন ১ (৫) রান করে।
জাকিরের বিদায়ের পর আরেক ওপেনার তানজিদ হাসান তামিমও টিকতে পারেননি। ৫ বলে ৫ রান করে বোল্টের বলেই ক্যাচ দেন ফিন অ্যালেনের হাতে।
ইনিংসের পঞ্চম ওভারের তৃতীয় বলে অ্যাডাম মিলনের বলে উইল ইয়াংয়ের হাতে ক্যাচ দিয়েছেন ১৮ রান করা তাওহীদ হৃদয়।
এই ম্যাচের একাদশে বেশ কিছু পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। ফিরেছেন মুশফিকুর রহিম ও শরিফুল ইসলাম। বাদ পড়েছেন মোস্তাফিজুর রহমান। দলে নেই তামিম ইকবাল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫.৩ ওভারে ৩ উইকেটে ৩৫ রান। ব্যাটিং করছেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম।
এমআর/