সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে বাংলাদেশ ওয়ানডের দলের ১৬তম অধিনায়ক হিসেবে টস করতে নামেন নাজমুল হোসেন শান্ত।
এর আগে সিরিজের প্রথম ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। দ্বিতীয় ওয়ানডেত নিউজিল্যান্ডের দেওয়া ২৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮৬ রানে হেরে যায় বাংলাদেশ। আজকের ম্যাচটা তাই টাইগারদের মান বাঁচানোর ম্যাচ। এই ম্যাচ দিয়ে অভিষেক হচ্ছে ব্যাটার জাকির হাসানের।
নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান বিশ্রামে থাকায় এই সিরিজের নেতৃত্ব দেওয়া হয় লিটন দাসকে। তিনিও প্রথম দুই ওয়ানডের পর বিশ্রামে যাওয়ায় অধিনায়ক করা হয় শান্তকে।
এছাড়াও শেষ ওয়ানডের আগে বেশ কিছু পরিবর্তন আসে দলে। এই ম্যাচে বিশ্রামে থাকছেন তামিম ইকবাল। প্রথম দুই ওয়ানডের দলে না থাকা মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, আফিফ হোসেনকে নেওয়া হয় স্কোয়াডে। দ্বিতীয় ওয়ানডে খেলা খালেদ আহমেদ বাদ পড়েন তৃতীয় ম্যাচের দল থেকে। তবে তাসকিন ম্যাচের আগের দিন অসুস্থ হয়ে পড়ায় আবারো ফেরানো হয় খালেদকে।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, জাকির হাসান, শেখ মেহেদী, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, উইল ইয়াং, ডিন ফক্সক্রফট, হ্যানরি নিকলস, টম ব্লান্ডেল (উইকেট রক্ষক), রাচিন রবীন্দ্র, কোল ম্যাকইন, অ্যাডাম মিলনে, ইশ সোধি, লকি ফার্গুসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট।
এমআর/