সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
একদিন পরেই বিশ্বকাপ খেলতে ভারতের ফ্লাইট ধরবে বাংলাদেশ। তার আগে মঙ্গলবার বিশ্বকাপের দল ঘোষণা করার কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। তার আগেই সাকিব-তামিমের মধ্যে দ্বন্দ্ব।
একটা সময় দুজনেই ছিলেন বন্ধু, এখন সেই সম্পর্ক আর নেই। বিভিন্ন সময়ই দুজনের রেষারেষির খবর আসে গণমাধ্যমে। যদিও সেসবের প্রভাব দলে পড়বে না বলেও জানিয়েছিলেন তারা। তবে বিশ্বকাপের আগে আবারও দুজনের দ্বন্দ্ব চরমে বলে জানা গেছে।
বিভিন্ন সূত্রে জানা গেছে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে কথা বলেছেন তামিম ইকবাল। পাপনকে তামিম জানান, বিশ্বকাপে সর্বোচ্চ পাঁচটি ম্যাচ খেলবেন তিনি। তামিমের এমন শর্ত শুনে চটেছেন অধিনায়ক সাকিব আল হাসান।
এমন হলে বিশ্বকাপ খেলতে সাকিব যাবেন না বলেও পাপনকে জানিয়ে দেওয়ার কথা জানা গেছে বেশ কিছু সূত্রে। এমনটা জানার পর তামিমও বিশ্বকাপে খেলতে চান না বলে জানিয়েছেন বলে জানায় সূত্র।
তামিম-সাকিবের এমন পরিস্থিতিতে বিসিবি প্রধানকে দ্বারস্থ হতে হচ্ছে তৃতীয় ব্যক্তির। সেটা হতে পারে সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাও।
গত আফগানিস্তান সিরিজের মাঝপথে অবসর নাটকের পর নিউজিল্যান্ড সিরিজ দিয়ে আবারও জাতীয় দলে ফিরেছেন তামিম। প্রথম ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় ব্যাটিং করতে না পারলেও দ্বিতীয় ম্যাচে খেলেন ৪৪ রানের ইনিংস। তবে ম্যাচ শেষে তামিম বলেন, এখনও অস্বস্তি রয়ে গেছে।
এমআর/এইউ