সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
আসন্ন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচের অপেক্ষায় গোট ক্রিকেট দুনিয়া। আগামী ১৪ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। হাই-ভোল্টেজ এই ম্যাচের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে।
প্রতিবেদন অনুযায়ী রিচার্ড ইলিংওয়ার্থ এবং মারাইস ইরাসমাস থাকবেন ফিল্ড আম্পায়ার হিসেবে। এছাড়া রিচার্ড কেটলবোরো থাকবেন তৃতীয় আম্পায়ারের ভূমিকা নেবেন। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন অ্যান্ডি পাইক্রফট।
আগামী ৫ অক্টোবর থেকে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিশ্বকাপের।
তবে সবার চোখ ভারত-পাকিস্তান হাই-ভোল্টেজ ম্যাচের দিকেই। দুই দেশের সমর্থকরা তো বটেই, বিভিন্ন দেশ থেকে সমর্থকেরা টিকিট নিয়েছেন ম্যাচটি মাঠে বসে দেখতে।
দুই চিরপ্রতিদ্বন্ধী দলের ম্যাচ শুধু মাঠের লড়াইতে সীমাবদ্ধ থাকে না, দুই দেশের সমর্থকদের হুংকার দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও। তবে অতীতে রেকর্ড বলে ওয়ানডে বিশ্বকাপে দুই দলের সাতবারের দেখায় একবারও জয় পায়নি পাকিস্তান।
সুতরাং, রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত চাইবে রেকর্ড বইতে পাকিস্তানের বিপক্ষে অপরাজিত থাকতে আর অন্যদিকে বাবর আজমের পাকিস্তান চাইবে ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চে প্রথমবারের মতো ভারতকে হারিয়ে রেকর্ড বই ওলটপালট করে দিতে।
এমআর/