সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বাংলাদেশ ওয়ানডে দলের ১৬তম অধিনায়ক হিসেবে মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে টস করতে নামবেন নাজমুল হোসেন শান্ত। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ছুটিতে থাকায় কিউইদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে নেতৃত্ব পেয়েছিলেন লিটন দাস।
এই সিরিজের প্রথম দুই ম্যাচে ছিলেন না নাজমুল হোসেন শান্ত। এশিয়া কাপে চোট পাওয়ায় সতর্কতার জন্য প্রথম দুই ম্যাচের দলে রাখা হয়নি তাকে। তবে প্রথম দুই ম্যাচ খেলে লিটন বিশ্রামে যাওয়ায় শান্তর কাঁধেই উঠল নেতৃত্ব ভার।
দলের ফিরে নেতৃত্ব পেয়ে যাওয়াটা হুট করে হলেও শান্তর অভিজ্ঞতা রয়েছে বয়ঃভিত্তিক ক্রিকেটে অধিনায়কত্ব করার। এবার জাতীয় দলের নেতৃত্ব পাওয়াটাকে বললেন, নেতৃত্ব গর্বের ব্যাপার।
‘একজন ক্রিকেট প্লেয়ার হিসেবে এটা আমার জন্য অনেক গর্বের ব্যাপার। সঙ্গে আমার পরিবারের সদস্যদের জন্যও অনেক গর্বের।’
শান্ত কৃতজ্ঞ জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে। উপভোগ করবেন বলেই জানিয়েছেন ম্যাচটা।
‘ক্রিকেট বোর্ড আমাকে এই সুযোগটা তৈরি করে দিয়েছে। আমি খুবই উদগ্রীব এবং কালকে উপভোগ করবো ইনশাল্লাহ।’
সাকিব আল হাসান ও মহেন্দ্র সিং ধোনিকে নিজের অনুপ্রেরণা উল্লেখ করে শান্ত বলেন, ‘আমার সব সময়ের পছন্দের ক্রিকেটার সাকিব ভাই। যদি অধিনায়ক হিসেবে বলেন মহেন্দ্র সিং ধোনিকে দেখেছি আমরা। উনাকে সবাই পছন্দ করে। ব্যক্তিগতভাবে সাকিব ভাইয়ের অধিনায়কত্ব বলেন বা উনার প্ল্যানিং বা প্লেয়ারদের হ্যান্ডেল করা আমি খুব উপভোগ করি। বিপিএলে তার সঙ্গে খেলার সুযোগ হয়েছিল। তখন অনেক কিছু শিখেছি। চেষ্টা করবো যতটুকু আমার অভিজ্ঞতা আছে যে জিনিসগুলো বড় ভাইয়ের কাছ থেকে শিখেছি সেই জিনিসগুলো ছোট ছোট ভাবে কাজে লাগানোর।’
এমআর/