দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বিশ্বকাপের দল চূড়ান্ত করার আগে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে কয়েকজন খেলোয়াড়কে শেষবারের মতো দেখাটা বাকি ছিল। বিশেষ করে মাহমুদউল্লাহ রিয়াদ আর সৌম্য সরকারের জন্য সিরিজটা এসিড টেস্টের মতোই। ফিট থাকলে তামিম ইকবাল নিশ্চিত ছিলেন আগেই।
মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটা শেষ করে পরেরদিনই ভারতের ফ্লাইট ধরবে বাংলাদেশ দল। অথচ এখনও ঘোষণা হয়নি বিশ্বকাপের দল। কবে করা হবে দল ঘোষণা, কারা থাকছেন দলে এ নিয়ে গুঞ্জনের শেষ নেই।
কিউইদের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দলে না থাকলেও দলের অন্যতম সদস্য নাজমুল হোসেন শান্ত দলে ফিরেছেন অধিনায়ক হয়ে শেষ ওয়ানডের জন্য। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে বিশ্বকাপের দলে কারা থাকছেন এ নিয়ে প্রশ্ন করা হলে বেশ কৌশলেই উত্তরটা দিয়েছেন তিনি।
“অনিশ্চয়তা বললে ভুল হবে, ম্যাক্সিমাম প্লেয়ার হয়তো এ সম্পর্কে অবগত আছে। দুই একজন খেলোয়াড় এদিক ওদিক হতে পারে। অনেক খেলোয়াড়ই জানে কারা যাবে, তাদের রোল কি হবে। এটা প্লেয়ার হিসেবে আমাদের কাছে খুব একটা সমস্যা হয় না কারণ আমরা মোটামুটি জানি কারা যাবো, কারা খেলবো এবং কাদের কি রোল। তাই এটা নিয়ে খুব বেশি আসলে সমস্যা হয়নি।”
প্রথমবার বাংলাদেশ দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন শান্ত। নানা চড়াইউৎরাই পার করে সেরা সময়টা কাটাচ্ছেন এই ব্যাটার। অধিনায়ক হওয়ার অনুভূতি জানাতে গিয়ে শান্ত বলেন, “একজন ক্রিকেট প্লেয়ার হিসেবে এটা আমার জন্য অনেক গর্বের ব্যাপার। সঙ্গে আমার পরিবারের সদস্যদের জন্যও অনেক গর্বের। ক্রিকেট বোর্ড আমাকে এই সুযোগটা তৈরি করে দিয়েছে। আমি খুবই উদগ্রীব এবং কালকে উপভোগ করবো ইনশাল্লাহ।”
এমআর/