সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুটি ওয়ানডের দলে না থাকলেও তৃতীয় ওয়ানডের দলে ডাক পেয়েছিলেন বিশ্রামে থাকা পেসার তাসকিন আহমেদ। কিন্তু ম্যাচের আগের দিন পেটের পীড়ায় ভুগছেন ডানহাতি এই পেসার।
এ কারণে আজ নির্ধারিত অনুশীলনেও আসতে পারেননি তাসকিন। তার পরিবর্তে ব্যাকআপ হিসেবে দলে রাখা হয়েছে তৃতীয় ওয়ানডে থেকে বাদ পড়া খালেদ আহমেদকে।
বিষয়টি দেশটিভিকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগের প্রধান ডাক্তার দেবাশিষ চৌধুরী।
তিনি বলেন, "ও কিছুটা পেটের সমস্যায় ভুগছে। শেষ পর্যন্ত যদি সুস্থ হতে পারে তাহলে খেলানো হতে পারে। যদিও সম্ভাবনা খুব কম। তবে টিম ম্যানেজম্যান্ট খালেদকে প্রস্তুত করছে।"
এদিকে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের আগে দলে বেশ কিছু পরিবর্তন এসেছে বাংলাদেশ দলে। বিশ্রাম দেওয়া হয়েছে তামিম ইকবাল, লিটন দাসকে। রাখা হয়নি সৌম্য সরকারকেও। দলে নেওয়া হয়েছে নাজমুল হোসেন শান্ত। শেষ ম্যাচের নেতৃত্বেও থাকছেন শান্ত। এছাড়া মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন ও শরিফুল ইসলামকে ফেরানো হয়েছে দলে।
মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডে পরিত্যক্ত হয়েছিল বৃষ্টির কারণে। ২য় ওয়ানডেতে ৮৬ রানে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে বাংলাদেশ।
বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, জাকির হাসান, আনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন।
এমআর/